সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাদেশে ইসকনের সন্ন্যাসী তথা বাংলাদেশের সম্মিলিত জাগরণ জোটের প্রধান মুখপাত্র চিন্ময় প্রভুর গ্রেপ্তারি নিয়ে কড়া প্রতিক্রিয়া জানাল কলকাতার ইসকন কর্তৃপক্ষ। তাদের তরফে সংগঠনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাসের স্পষ্ট বক্তব্য, ”বিক্ষোভ থামাতেই তাঁর বিরুদ্ধে দেশদ্রোহের মামলা দায়ের করা হয়েছে। শুধু চিন্ময় প্রভুই নন, বাংলাদেশে আরও বেশ কয়েকজন হিন্দু সন্ন্যাসীর বিরুদ্ধে এই মামলা রুজু করা হয়েছে। এটা কোনওমতেই মেনে নেওয়া যায় না।” এ বিষয়ে তিনি রাষ্ট্রসংঘের হস্তক্ষেপও দাবি করেছেন।
সোমবার বিকেলে ঢাকা বিমানবন্দর থেকে পুলিশ চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করার পর থেকেই অগ্নিগর্ভ বাংলাদেশ। হাজার হাজার হিন্দু পথে নেমে বিক্ষোভ দেখিয়েছেন। একটাই দাবি, নিঃশর্তে মুক্তি দিতে হবে সনাতন হিন্দু প্রতিনিধি চিন্ময় প্রভুকে। কিন্তু মুক্তি দূর অস্ত, তাঁর বিরুদ্ধে দায়ের হয়েছে দেশদ্রোহের মামলা। মঙ্গলবার ৫১ জন আইনজীবী চিন্ময় প্রভুর হয়ে লড়াই করলেও জামিন মেলেনি।
আর এনিয়ে মঙ্গলবার কলকাতার ইসকন শাখার তরফে ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস বলেন, ”গতকাল চিন্ময় প্রভুর এক সহকারী আমাকে ফোন করে জানান যে তাঁকে ঢাকা বিমানবন্দর থেকে আটক করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে। আজ শুনলাম, তাঁর বিরুদ্ধে দেশদ্রোহ মামলা হয়েছে। তার জন্য হিন্দুরা সকলে পথে নেমেছেন। অথচ প্রতিবাদীদের উপর মৌলবাদীরা আক্রমণ চালাচ্ছে, পুলিশও তাতে মদত দিচ্ছে বলে অভিযোগ পাচ্ছি। আমরা এসব মেনে নিচ্ছি না। ভারত সরকারের কাছে আবেদন, বাংলাদেশে হিন্দু নিপীড়ন রুখতে পদক্ষেপ নেওয়া হোক।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.