Advertisement
Advertisement

Breaking News

oxford university

বাণিজ্য সম্মেলনের মঞ্চে মুখ্যমন্ত্রীকে অক্সফোর্ডে বক্তৃতা দেওয়ার আমন্ত্রণ সহ-উপাচার্যর

মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে শিখতে চান, বললেন অক্সফোর্ডের সহ-উপাচার্য।

Vice-Chancellor of oxford university invited Mamata Banerjee | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:November 22, 2023 9:03 am
  • Updated:November 22, 2023 9:25 am  

স্টাফ রিপোর্টার: আমরা এসেছি। আপনারাও আসুন। যা বিনিয়োগ করবেন, তার কয়েকগুণ ফেরত পাবেন। রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানি থেকে টিভিএস কর্তা আর দীনেশ, আইটিসি চেয়ারম‌্যান সঞ্জীব পুরী থেকে আরপিএসজি গ্রুপের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা, দেশের তাবড় শিল্পপতিরা এমনই আহ্বান জানালেন বিনিয়োগকারীদের। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের উদ্বোধনী মঞ্চে তাঁদের স্পষ্ট বার্তা, মমতা বন্দ্যোপাধ‌্যায়ের হাত ধরে বদলে যাওয়া বাংলা ব্যবসা ও বিনিয়োগের জন্য প্রস্তুত। আসুন বিনিয়োগ করুন। এখানে কোনও শ্রমিক ধর্মঘট হয় না। মজুত লগ্নির উপযুক্ত পরিবেশ। মঙ্গলবার সপ্তম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অক্সফোর্ডের সহ-উপাচার্য অধ‌্যাপক জোনাথন মিকি উপস্থিত ছিলেন। তিনি মুখ্যমন্ত্রীকে তাঁদের বিশ্ববিদ‌্যালয়ে বক্তৃতা দিতে যাওয়ার জন‌্য আমন্ত্রণ জানান।

তিনি বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ‌্যায়ের (Mamata Banerjee) সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়ে ভীষণ ভালো লাগছে। তাঁর কাছ থেকেও শিখতে চাই। আর অক্সফোর্ডের তরফে আপনাকে সেখানে আমন্ত্রণ জানিয়েছি। আমরা খুশি যে, আপনি সেই আমন্ত্রণ রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। আপনি আসুন, আপনার কথা বলুন। অক্সফোর্ডের সব সদস‌্য, বিশেষ করে রাজ‌া তৃতীয় চার্লস আপনার অপেক্ষায় থাকবেন। আপনার সময় মতো আমাদের সময় দেবেন।” এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পপতিদের চাঁদের হাট বসেছিল। সেখানেই রিলায়েন্স থেকে উইপ্রো, সবাই বিনিয়োগ আশ্বাসের পাশাপাশি মমতার বাংলায় বিনিয়োগের ডাক দেন।

Advertisement

[আরও পড়ুন: ‘আমার আর নীতার ভীষণ প্রিয়’, বাণিজ্য সম্মেলনে কালীঘাট মন্দিরের ঐতিহ্য ফেরানোর অঙ্গীকার আম্বানির]

আইটিসি চেয়ারম্যান সঞ্জীব পুরী বলেন, ‘‘গত কয়েকবছরে পশ্চিমবঙ্গের অনেক ট্রান্সমিশন হয়েছে। সবই হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। ইকোনমিক করিডর আগামীদিনে রাজ্যে ভালো শিল্প আনবে বলে মনে করি। কোনও অসুবিধা হয় না এখানে শিল্পাঞ্চলে। আরও একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট খুব শীঘ্রই শুরু হবে আমাদের এখানে। আগামী দিনে আরও বিনিয়োগ করব। ৭ হাজার কোটি টাকা বিনিয়োগ হয়েছে।’’ পুরী আরও বলেন, “তাৎপর্যপূর্ণ বদল ঘটে গিয়েছে রাজ্যে। ইন্ডাস্ট্রিয়াল এলাকায় কোনও গোলমাল শুনি না। পরিষেবা দারুণ। আমাদের পাঁচটা হোটেল আছে। বাড়িয়ে নটা করব।” পোল্যান্ডের সিলিসায়া প্রদেশের উপমুখ্যমন্ত্রী ভাইস মার্শাল বসকি পোলিশ দলের নেতৃত্বে রয়েছেন। তিনি বাংলার সঙ্গে জোট বেঁধে বাণিজ্যের আগ্রহ প্রকাশ করেন। 

[আরও পড়ুন: অবসরপ্রাপ্তদেরই টিকিট পরীক্ষক হিসেবে নিয়োগ! আয় বাড়াতে নয়া ভাবনা রেলের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement