নব্যেন্দু হাজরা: ফের বিধানসভায় ‘চোর, চোর’ স্লোগান বিজেপির। শুরুর সঙ্গে সঙ্গেই অধিবেশন বয়কট গেরুয়া শিবিরের। পালটা বিজেপিকে ‘পকেটমার’ খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে দমদম বিমানবন্দরে দাঁড়িয়ে অভিষেক বলেন, “যে সব থেকে বেশি চেঁচাচ্ছেন তাকে টাকা নিতে দেখা গিয়েছে। ছোটবেলায় আমরা শুনতাম যে চুরি করে সে কিছুটা দৌড়ে পালিয়ে চোর, চোর করে চেঁচায়। এরাও সেই পকেটমার। নিজেই পকেট কেটে দৌড়ে চোর, চোর বলে চেঁচায়।”
নাম না করে আরও একবার শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে তাঁর তোপ, “যাদের চোর বলছে তাদের টিভির পর্দায় টাকা নিতে দেখা যায়নি। নারদের মুখ্য চরিত্রে যিনি ছিলেন তাকে কেন গ্রেপ্তার করা হল না। যে কাগজে মুড়ে টাকা নিল, সে ধোয়া তুলসিপাতা বিজেপিতে গিয়েছে বলে। যারা চোর চোর বলছে তারা নিজে জানে কত বড় চোর। তাই অপরকে চোর বলে নিজেদের দোষ ঢাকছে।” উল্লেখ্য, লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই দুর্নীতি ইস্যুকে হাতিয়ার করতে চাইছে বিজেপি। তার পালটা হিসাবে
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.