Advertisement
Advertisement

Breaking News

WB Assembly

WB Assembly: বিধানসভায় বিজেপির ‘চোর-চোর’ স্লোগান, ‘ওরা তো পকেটমার’, পালটা অভিষেকের

নাম না করে শুভেন্দু অধিকারীকে তোপ অভিষেকের।

Verbal spat between TMC and BJP at WB assembly । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:December 4, 2023 1:32 pm
  • Updated:December 4, 2023 2:16 pm  

নব্যেন্দু হাজরা: ফের বিধানসভায় ‘চোর, চোর’ স্লোগান বিজেপির। শুরুর সঙ্গে সঙ্গেই অধিবেশন বয়কট গেরুয়া শিবিরের। পালটা বিজেপিকে ‘পকেটমার’ খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে দমদম বিমানবন্দরে দাঁড়িয়ে অভিষেক বলেন, “যে সব থেকে বেশি চেঁচাচ্ছেন তাকে টাকা নিতে দেখা গিয়েছে। ছোটবেলায় আমরা শুনতাম যে চুরি করে সে কিছুটা দৌড়ে পালিয়ে চোর, চোর করে চেঁচায়। এরাও সেই পকেটমার। নিজেই পকেট কেটে দৌড়ে চোর, চোর বলে চেঁচায়।” 

Advertisement

[আরও পড়ুন: ‘প্রবীণদের প্রয়োজন, তবে ঊর্ধ্বসীমা থাকা দরকার’, সোজাসাপ্টা অভিষেক]

নাম না করে আরও একবার শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে তাঁর তোপ, “যাদের চোর বলছে তাদের টিভির পর্দায় টাকা নিতে দেখা যায়নি। নারদের মুখ্য চরিত্রে যিনি ছিলেন তাকে কেন গ্রেপ্তার করা হল না। যে কাগজে মুড়ে টাকা নিল, সে ধোয়া তুলসিপাতা বিজেপিতে গিয়েছে বলে। যারা চোর চোর বলছে তারা নিজে জানে কত বড় চোর। তাই অপরকে চোর বলে নিজেদের দোষ ঢাকছে।” উল্লেখ্য, লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই দুর্নীতি ইস্যুকে হাতিয়ার করতে চাইছে বিজেপি। তার পালটা হিসাবে 

[আরও পড়ুন: জাতীয় সঙ্গীত অবমাননা ইস্যু: এফআইআরকে চ্যালেঞ্জ, হাই কোর্টে ১০ বিজেপি বিধায়ক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement