Advertisement
Advertisement
Calcutta HC

মেয়াদ শেষের পর উপাচার্যদের পুনর্নিয়োগ নয়, জানিয়ে দিল কলকাতা হাই কোর্ট

রাজ্যের এক্তিয়ার নেই পুনর্নিয়োগের, জানিয়ে দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

VCs cannot be recruited after end of tenure, says Calcutta HC | Sangbad Pratidin

ছবি: প্রতীকী।

Published by: Sucheta Sengupta
  • Posted:March 14, 2023 11:27 am
  • Updated:March 14, 2023 3:19 pm

গোবিন্দ রায়: উপাচার্যদের পুনর্নিয়োগ মামলায় কলকাতা হাই কোর্টের (Calcutta HC) ডিভিশন বেঞ্চে ধাক্কা রাজ্যের। উপাচার্য (VC) নিয়োগ নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল, মেয়াদ শেষ হওয়ার পর উপাচার্যদের পুনর্নিয়োগের কোনও অধিকার রাজ্যের নেই। কলকাতা হাই কোর্টের এই রায়ে সম্ভবত রাজ্যজুড়ে ২৯ জন উপাচার্যের পুনর্নিয়োগ বাতিল হওয়ার পথে। 

রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক কাজকর্ম সামলাতে কার্যকালের মেয়াদ ফুরিয়ে যাওয়ার পরও রাজ্য সরকার উপাচার্যদের পুনর্নিয়োগ করেছিল। এই পদক্ষেপ আদৌ নেওয়া যায় কি না, তা নিয়ে জনস্বার্থ মামলায় হয় হাই কোর্টে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের (CU) অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সোনালি চক্রবর্তীর পুনর্নিয়োগ নিয়েই মূলত মামলা হয়। তা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়। তাতে শীর্ষ আদালতের নির্দেশে সোনালিদেবীর পুনর্নিয়োগ বাতিল হয়েছে। দায়িত্ব নিয়েছেন সহ-উপাচার্য। 

Advertisement

[আরও পড়ুন: জঙ্গি হামলার হুমকি উড়িয়েই নিলাম হবে লিথিয়াম খনি, সিদ্ধান্ত কেন্দ্রের]

রাজ্যের প্রায় ২৫টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগে UGC গাইডলাইন মানা হয়নি৷ এই দাবি তুলে হাই কোর্টে জনস্বার্থ মামলা করে আরএসএস-এর অধ্যাপক সংঘ। রাজ্যপালের সঙ্গেও এই বিষয়টি নিয়ে রাজ্যের সংঘাত ছিল। একাধিক উপাচার্য নিয়োগের বিরোধিতা করেছিলেন তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)।  শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে একাধিকবার বৈঠকে বসেও জট কাটেনি।  

[আরও পড়ুন: লালার থেকে ‘প্রোটেকশন মানি’ নিয়ে কয়লা পাচারে সাহায্য! অনুব্রত ঘনিষ্ঠ পুলিশ কর্তাকে CBI জেরা]

তবে বর্তমান রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Anand Bose) উপাচার্যদের নিয়ে আলোচনায় বসে সেই সমস্যা সমাধানের পথে এগোন।  রাজ্যপালের সেই বৈঠকের পর তাঁকে নিয়েই সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। জানিয়েছিলেন, আপাতত ৩ মাসের জন্য তাঁদের কাজের দায়িত্ব দিয়ে বৈধতা প্রদান করা হয়েছে। কিন্তু মঙ্গলবার হাই কোর্টের প্রধান বিচারপতির রায়ে সবার নিয়োগ বাতিল হল। 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement