Advertisement
Advertisement

Breaking News

TMC

প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে রাজ্যপালের দ্বারস্থ বিশ্বভারতীর উপাচার্য

চিঠিতে উপাচার্য জানিয়েছেন, তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।

VC of Viswa Bharati writes a letter to Governor CV Anand Bose for security | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:March 6, 2023 8:53 am
  • Updated:March 6, 2023 10:04 am  

নন্দন দত্ত, বীরভূম: তৃণমূল নেতা কাজল শেখের বিরুদ্ধে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ। এবার নিরাপত্তা চেয়ে রাজ্যপালের দ্বারস্থ বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। চিঠিতে উপাচার্য জানিয়েছেন, তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।

শাসকদলের সঙ্গে বিশ্বভারতীর উপাচার্যের সম্পর্ক কোনওদিনই সুমধুর নয়। অশান্তি, আক্রমণ-পালটা আক্রমণ লেগেই রয়েছে। এরই মাঝে সম্প্রতি তৃণমূলের কোর কমিটির সদস্য কাজল শেখ নানুর বিধানসভার কঙ্কালিতলা দলীয় মঞ্চ থেকে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে নিশানা করেন। শুধরে যাওয়ার নিদান দিয়ে কাজল শেখ বলেন, “বিশ্বভারতীর ঐতিহ্য সম্মানকে অক্ষুন্ন রাখার চেষ্টা করুন। পুঁথিগত বিদ্যা থাকলেই কেউ ভাল মানুষ হবেন, এটা নয়। বিশ্বভারতীর গরিমা নষ্ট, কলুষিত করার চেষ্টা করছেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। কখনও অমর্ত্য সেনকে অপমান করছেন। কখনও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) অপমান করছেন। পৌষ মেলা, বসন্ত উৎসব সবকিছু বন্ধ করে রেখেছেন। বাংলায় হাজার হাজার কাজল শেখ আছে। যারা বুক চিতিয়ে লড়াই করে।”

Advertisement

[আরও পড়ুন: বিরিয়ানির প্যাকেট নিয়ে কাড়াকাড়ি! তৃণমূলের সংখ্যালঘু সেলের অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলা]

কাজল শেখ আরও বলেন, “আপনার রাস্তা থেকে না সরে যান, নাহলে এমন ঝড় আসবে, এমন আন্দোলন সংঘটিত হবে মানুষ প্রতিবাদে গর্জে উঠবে। আপনার পথ বদলান, শুধরে যান।” এই মন্তব্যের পরই নিরাপত্তা চেয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের দ্বারস্থ উপাচার্য। কী সিদ্ধান্ত নেবেন রাজ্যপাল? এ বিষয়ে এখনও কোনও চিঠি পাননি বলেই জানিয়েছেন জেলা পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়। 

[আরও পড়ুন: তেলের ট্যাঙ্কার পরিষ্কার করতে নেমে গ্যাসে অসুস্থ হয়ে মৃত্যু যুবকের, চিকিৎসাধীন ১]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement