সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উপাচার্য নিয়ে নিয়োগ জটের মাঝেই রাজ্যের ১৬ টি বিশ্ববিদ্যালয়ে অন্তর্বর্তীকালীন VC নিয়োগ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (C V Anand Bose)। ফলে রাজ্য-রাজ্যপাল সংঘাত আরও বাড়ল। আরও উল্লেখযোগ্য বিষয়, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তথা অবসরপ্রাপ্ত বিচারপতি শুভ্রকমল মুখোপাধ্যায়কে দেওয়া হল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের (Presidency University) দায়িত্ব। তিনি জানিয়েছেন, আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি হাতে পাওয়ার অপেক্ষায়। তারপরই নতুন কাজে যোগ দেবেন।
শুধু রাজ্যের অধীনস্থ বিশ্ববিদ্যালয়গুলিতেই নয়, রাজ্যপাল কৃষি ও প্রাণী বিশ্ববিদ্যালয়েও অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছেন রবিবার রাতে। কোন আইনবলে রাজ্যপাল তথা আচার্য এভাবে একক সিদ্ধান্তে উপাচার্য (VC) নিয়োগ করতে পারেন, তা নিয়ে প্রশ্ন ওঠায় সমস্ত বিতর্ক দূরে সরিয়ে সিভি আনন্দ বোসের পালটা দাবি, উপাচার্যের অভাবে বহু বিশ্ববিদ্যালয় থেকে পাশ করার পরও ছাত্রছাত্রীরা সময়মতো সার্টিফিকেট না পাওয়ায় সমস্যায় পড়তে হচ্ছে। সেই কারণে চটজলদি সমাধানের উপায় হিসেবে তিনি উপাচার্যদের নিয়োগ করেছেন। রবিবার রাতেই উপাচার্যদের নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে বলে রাজভবন সূত্রে খবর।
শনিবার রাতে রাজভবন থেকে নির্দেশ জারি করে রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের ক্ষমতা বৃদ্ধি করা হয়েছিল। আর তারপর পরদিনই ১৬ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করলেন আচার্য। এদিকে, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের (Rabindrabaharati University) উপাচার্য শুভ্রকমল মুখোপাধ্যায় কয়েকদিন আগেই রাজ্যপালকে চিঠি লিখে নিজের সমস্যার কথা জানিয়েছিলেন। ক্যাম্পাসে তাঁকে হেনস্তার মুখে পড়তে হয় বলে চিঠিতে অভিযোগ করেন তিনি। রাজ্যপাল সেই চিঠির পরিপ্রেক্ষিতেই শুভ্রকমলবাবুকে নতুন দায়িত্ব দিলেন বলে মনে করা হচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.