Advertisement
Advertisement

Breaking News

Jadavpur University

‘নৈরাশ্যবাদী নই’, বিশ্ববিদ্যালয়ে হেনস্তায় ‘লজ্জিত’ হয়েও আশাবাদী যাদবপুরের উপাচার্য

'সংবাদ প্রতিদিন ডিজিটাল'কে আর কী জানালেন যাদবপুরের উপাচার্য ভাস্কর গুপ্ত।

VC of Jadavpur University reacts on chaos regarding WEPCUPA and SFI clash
Published by: Sucheta Sengupta
  • Posted:March 2, 2025 2:50 pm
  • Updated:March 2, 2025 4:11 pm  

রমেন দাস: নজিরবিহীন অশান্তিতে রণক্ষেত্র বিশ্ববিদ্যালয়। একদিকে শিক্ষামন্ত্রীর উপর হামলা, আরেকদিকে আহত ছাত্রছাত্রীদের সামলানো। দুয়ের ভারসাম্য রাখতে গিয়ে তিনিও আক্রান্ত হয়েছেন। জামা ছিঁড়ে দেওয়া হয়েছে, একটু-আধটু ধাক্কাধাক্কিও হয়েছে। তার জেরে সাময়িক অসুস্থ হয়ে পড়েন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভাস্কর গুপ্ত। শনিবার দিনভর এসবের মাঝে তাঁর রক্তচাপও বেড়েছে। আপাতত বিশ্রামে রয়েছেন।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভাস্কর গুপ্ত।

তবে রবিবার খানিকটা সুস্থ উপাচার্য। গোটা ঘটনা কীভাবে দেখছেন? ‘সংবাদ প্রতিদিন ডিজিটাল’-এর এই প্রশ্ন শুনে হাসিমুখে বলছেন, ”দেখুন শিক্ষার পরিবেশ তো নষ্ট হচ্ছেই। তবে আমি নৈরাশ্যবাদী নই। এই বিশ্ববিদ্যালয়ে অনেক পরিস্থিতি, অনেক জটিলতার মধ্যে দিয়ে গিয়েছে। উপাচার্যদের উপরও তার প্রভাব পড়েছে। কিন্তু শেষপর্যন্ত আমি আশাবাদী। আবার বিশ্ববিদ্যালয় আগের গৌরব ফিরে পাবে।”

Advertisement

শনিবার ওয়েবকুপার বার্ষিক সাধারণ সভা ঘিরে কার্যত রণক্ষেত্র হয়ে ওঠে যাদবপুর বিশ্ববিদ্যালয়। দ্রুত ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে এসএফআই ঘেরাও করে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ি। তা আটকাতে গেলে টিএমসিপিও জড়িয়ে পড়ে সংঘর্ষে। আক্রান্ত হতে হয় শিক্ষামন্ত্রীকেও। পরবর্তীতে যাদবপুর থানার সামনের রাস্তা অবরুদ্ধ করে এসএফআই। রাতে মিছিল করে তৃণমূলও। দোষীদের দ্রুত গ্রেপ্তারির দাবি তুলে থানার সামনে বিক্ষোভ দেখান তৃণমূল সাংসদ সায়নী ঘোষ, বিধায়ক তথা মন্ত্রী অরূপ বিশ্বাসরা।

শিক্ষামন্ত্রীর হেনস্তার প্রতিবাদে পথে সায়নী ঘোষ, অরূপ বিশ্বাসরা।

এসবের মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভাস্কর গুপ্তও অল্পবিস্তর আহত হয়েছেন। তাঁর রক্তচাপ বেড়ে গিয়েছে। তবে রবিবার ‘সংবাদ প্রতিদিন ডিজিটাল’কে তিনি ঘটনা সবিস্তারে জানান। বলেন, ”ওই সময়ে আমি শিক্ষামন্ত্রীর সঙ্গেই ছিলাম। এদিকে হুড়োহুড়ির মাঝে কয়েকজন ছাত্র আহত হয়েছে শুনলাম। তাঁদের তাড়াতাড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমি তাঁদেরই দেখতে যাচ্ছিলাম। তখন দেখি, অন্যান্য ছাত্ররা আমার গাড়ি ঘিরে ধরছে। আমি নেমে শান্তভাবে তাদের বোঝাতে চাইলাম। তখন আমার উপরই পালটা চড়াও হল। জামা টেনে ছিঁড়ে ফেলা হল। এসব দেখে আমার সঙ্গে যাঁরা ছিলেন, তাঁরা দ্রুত ভিড় থেকে আমাকে বের করে গাড়িতে তুলে দেন।”

এসব ঘটনায় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে বলে স্বাভাবিকভাবেই মনে করছেন উপাচার্য। তবে এমন ঘটনা যাদবপুরে আগেও ঘটেছে। এসব চ্যালেঞ্জের মোকাবিলা করেই দেশের অন্যতম সেরা প্রতিষ্ঠানের মর্যাদা ধরে রেখেছে এই বিশ্ববিদ্যালয়। তেমনটাই বলছেন উপাচার্য ভাস্কর গুপ্ত। এবারও তার ব্যতিক্রম হবে না বলে আশাবাদী তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement