অঙ্কন: সুযোগ বন্দ্যোপাধ্যায়
অর্ণব আইচ: নাকের ডগায় থানা। প্রকাশ্যে বেধড়ক মারধর করা হল দুই কলেজ ছাত্রীকে। তাঁদের শ্লীলতাহানির চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ। সঙ্গে থাকা পুরুষবন্ধুকে মার খেতে হয়েছে অজ্ঞাতপরিচয় রোমিওদের হাতে।
বুধবার সরস্বতী পুজোর দিনে রবীন্দ্র সরোবরে বেড়াতে গিয়েছিলেন দুই কলেজ ছাত্রী। তাঁদের সঙ্গে এক পুরুষ বন্ধু ছিলেন। ছয়জন যুবকের একটি দল তাঁদের হেনস্তা করে। অভিযোগ দায়ের হয়েছে রবীন্দ্র সরোবর থানায়। সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে ওই ছয় রোমিওকে চিহ্নিত করার প্রক্রিয়া শুরু হয়েছে। অজ্ঞাতপরিচয় ছ’জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন কলেজ ছাত্রীরা। সরস্বতী পুজোয় বেড়াতে বেরনো দস্তুর। এক ছেলেবন্ধুর সঙ্গে বেড়াতে গিয়েছিলেন দুই তরুণী। প্রথমে তাঁদের লক্ষ্য করে কটূক্তি করে ছ’জনের দলটি। প্রতিবাদ করেন পুরুষ বন্ধু। তাঁকে মারধর করা হয়। কলেজ ছাত্রীদের শ্লীলতাহানির চেষ্টা করে দলটি।
সরস্বতী পুজোর দিনে শুধু নয়, সরোবরে প্রতিদিনই বেড়াতে আসেন নানা বয়সের মানুষ। প্রাতঃভ্রমণ এবং সান্ধ্য ভ্রমণেও স্থানীয়রা আসেন। মাঝেমধ্যে সরোবরে অনৈতিক কাজের অভিযোগ ওঠে। যদিও আগের তুলনায় লেকের পাশে পুলিশি টহলদারি বেড়েছে। তবু স্থানীয়দের বক্তব্য, নজরদারি যতটা দরকার ততটা হয়না। অসামাজিক ব্যক্তিদের সরোবরের পাশে ঘুরতে দেখা যায়। দক্ষিণ কলকাতার লেকের এই পাড় কমবয়েসিদের কাছে খুব জনপ্রিয়। সকালে বা বিকেলে প্রচুর জুটিকে দল বেঁধে লেকের পাড়ে বসতে দেখা যায়। প্রাতঃভ্রমণের সময় শ্লীলতাহানি এবং দুর্ব্যবহার করার অভিযোগ মাঝেমধ্যে ওঠে। লেকের ভিতরে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় তার জন্য একাধিক ব্যবস্থা নিয়েছে পুলিশ। সিসি ক্যামেরা ছাড়াও টহলদারি পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.