রূপায়ণ গঙ্গোপাধ্যায়: পুরভোটের মুখে সিএএ নিয়ে প্রচার জোরদার করতে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ (Amit Shah)। মার্চ মাসের প্রথম দিকেই তাঁর রাজ্যে আসার কথা রয়েছে। শাহ প্রকাশ্য কোনও সভা করবেন, নাকি দলীয় বৈঠক তা এখনও ঠিক হয়নি। তবে দলীয় বৈঠক হলে সেখানে সিএএ (Citizenship Amendment Act) নিয়ে প্রচার জোরদার করার টোটকা রাজ্য নেতৃত্বকে দিতে পারেন বিজেপির সদ্য প্রাক্তন সর্বভারতীয় সভাপতি। কলকাতাতেই হবে তাঁর কর্মসূচি।
রাজ্য বিজেপির তরফে অমিত শাহর এই দলীয় কর্মসূচি ও কর্মসূচির দিনটি ঠিক করা হলেও দিল্লির তরফে এখনও চূড়ান্ত কিছু করা হয়নি। কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দলীয় কর্মসূচিতে আসার বিষয়টি সোমবার জানান দলের কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা (Rahul Sinha)। দলীয় সূত্রের খবর, সিএএ-র প্রয়োজনীয়তা বোঝাতেই রাজ্যে আসবেন শাহ। সংশোধিত নাগরিকত্ব আইনের বিষয়টি নিয়ে একটি সভা করতে পারেন। শুধু তাই নয়, সিএএর সমর্থনে প্রচারে সাধারণ মানুষের দরজায় দরজায় যেতেও পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।বিজেপির ধারণা, সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে সাধারণ মানুষকে ভুল বোঝানো হচ্ছে। তাছাড়া, আম আদমির একাংশের কাছে সিএএ সম্পর্কে স্পষ্ট ধারণা নেই। এঁদের মধ্যে সচেতনতা বাড়াতেই খোদ মোদি মন্ত্রিসভার নম্বর-টু কে হাজির করতে চাইছে বঙ্গ বিজেপি।
সোমবার বিজেপি রাজ্য দপ্তরে এক সাংবাদিক সম্মেলনে সিএএ বিরোধীদের একহাত নেন রাহুল সিনহা। বলেন, যাঁরা কাগজপত্র দেখাবেন না বলছেন তাদের কপালে দুঃখ আছে। কাগজ না দেখালে নাগরিকত্ব পাবেন কী না সন্দেহ। রাজনৈতিক মহল মনে করছে, এই বিষয়টি বলে পরোক্ষে এনআরসির বিষয়টিকেই ফের খুঁচিয়ে তুললেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক। সিএএ-র বিরোধিতায় ‘আজাদি’ স্লোগানকেও এদিন কটাক্ষ করেছেন রাহুল। তাঁর মন্তব্য, বিদেশিরা আজাদির স্লোগান দিচ্ছে। যেখানে সেখানে জাতীয় পতাকার রাজনৈতিকভাবে অপব্যবহার করা হচ্ছে। যারা আজাদি চাইছেন বিজেপি তাদের আজাদি দেবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.