Advertisement
Advertisement
Amit Shah

টার্গেট স্বল্প ব্যবধানে হারা আসন, রাজ্যে একদিনে জোড়া সভা অমিত শাহর

বঙ্গে শুরু বিজেপির মিশন ২০২৪।

Union home minister Amit Shah to visit Bengal on 11th February | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:February 1, 2023 10:42 am
  • Updated:February 1, 2023 10:42 am  

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: মাঝ ফেব্রুয়ারি থেকেই পুরোদমে শুরু হয়ে যাচ্ছে বিজেপির মিশন ২০২৪ (Mission 2024)। ভগ্ন সংগঠনের হাল ফেরাতে বঙ্গ বিজেপির নেতারা বহুদিন আগে থেকেই কেন্দ্রীয় নেতৃত্বের উপর ভরসা করে বসে আছেন। ইতিমধ্যেই রাজ্যে একদফার ঝটিকা সফর সেরে গিয়েছেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা। এবার বঙ্গে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)।

নাড্ডার মতোই শাহর সফরও সংক্ষিপ্ত। বলতে গেলে তিনিও আসছেন ঝটিকা সফরে। বিজেপি (BJP) সূত্রের খবর, আগামী ১১ ফেব্রুয়ারি রাতে কলকাতায় আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেদিন শহরের এক হোটেলে থাকবেন তিনি। ১২ তারিখ সকালে দলের নেতাদের সাথে বৈঠক করবেন শাহ। দলের সংগঠনে খামতি এবং গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়টি উঠে আসতে পারে তাঁর বৈঠকে।

Advertisement

[আরও পড়ুন: ‘মোদি ম্যাজিক যতদিন, ভারতে বিজেপির শাসনও ততদিন’, নয়া সংলাপ ‘মহাগুরু’র]

সেদিনই দুই জেলায় জোড়া জনসভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সকাল ১১টায় তাঁর প্রথম সভা বীরভূমের সিউড়িতে। আসলে অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) অনুপস্থিতিতে বীরভূমে ভাল ফল করার সুযোগ দেখছে বিজেপি। সেকারণে রাজ্য নেতারাও ঘুরে ঘুরে যাচ্ছেন বীরভূম। কেষ্টর গড় দখলে এবার আসরে নামছেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী। জনসভার পর জেলা নেতাদের সঙ্গে আলাদ করে বৈঠকও করবেন শাহ। তাঁর পরবর্তী জনসভা হুগলির আরামবাগে। দুপুর দুটো নাগাদ সেই সভা হওয়ার কথা। ২০১৯ সালে এই আরামবাগ লোকসভা কেন্দ্রটি সামান্য ব্যবধানে হাতছাড়া হয় বিজেপির। সেই স্বপ্ল ব্যবধানে হারা আসনটি এবারে দখল করতে মরিয়া গেরুয়া শিবির। এখানেও জনসভার শেষে জেলা নেতাদের সঙ্গে বৈঠক করবেন শাহ। বিকেল ৫টায় কলকাতা ফিরবেন তিনি। সেদিনই দিল্লি ফিরে যাবেন।

[আরও পড়ুন: ‘হিটলারের আদর্শেই হিন্দুত্ব গড়েছিলেন সাভারকর’, কংগ্রেস নেতার মন্তব্যে তীব্র বিতর্ক]

আসলে কিছুদিন আগে বঙ্গ বিজেপির তরফে দাবি করা হয় আসন্ন লোকসভায় রাজ্য থেকে ২৫টি আসন জিতবে তাঁরা। কিন্তু নিজেদের দাবি নিয়ে ধন্ধে গেরুয়া শিবিরের শীর্ষ নেতৃত্বই। ঠিক করা হয়েছে, লক্ষ্যপুরণ যদি নাও হয়, অন্তত যাতে এই লক্ষ্যের ধারেকাছে যাওয়া যায়, সেটা নিশ্চিত করতে এখন থেকেই কাজ শুরু করতে হবে। সেই লক্ষ্যে গতবার স্বপ্ল ব্যবধানে হেরে যাওয়া আসনগুলিতে এবার বাড়তি নজর দিচ্ছে বিজেপি। শোনা যাচ্ছে শাহ নিজেই নাকি এই ধরনের আসনগুলিতে সভা করতে চাইছেন। সেকারণেই সিউড়ি এবং আরামবাগকে বেছে নেওয়া।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement