Advertisement
Advertisement

Breaking News

Union home minister Amit Shah

বাংলা দখলে মরিয়া বিজেপি, ২ দিনের সফরে কলকাতায় পৌঁছলেন অমিত শাহ

আপাতত দু'দিন ঠাসা কর্মসূচি রয়েছে তাঁর। 

Union home minister Amit Shah reaches Kolkata ।Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:December 19, 2020 1:52 am
  • Updated:December 19, 2020 1:52 am  

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: পাখির চোখ বিধানসভা নির্বাচন (Assembly Election 2021)। বাংলা দখলে মরিয়া বিজেপি। এই পরিস্থিতিতে ফের বঙ্গ সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার রাত সাড়ে এগারোটা নাগাদ দমদম বিমানবন্দরে পৌঁছনোর কথা ছিল তাঁর। তবে, বিমানে বিভ্রাটের ফলে নির্ধারিত সময়ের বেশ খানিকটা পর রাত দেড়টা নাগাদ কলকাতা পৌঁছন তিনি। আপাতত দু’দিন ঠাসা কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। 

রাজনৈতিক মহলের মতে, গেরুয়া শিবির বাঙালিদের মন পেতে মরিয়া। তাই দুর্গাপুজো উদ্বোধন থেকে বাংলা ভাষায় টুইট সব কিছু ইতিমধ্যে করেছে তারা।  কলকাতায় পৌঁছনোর ঠিক আগেও ঠিক একইভাবে বাংলা ভাষায় টুইট করলেন অমিত শাহ (Amit Shah)। নিজের সংক্ষিপ্ত কর্মসূচিও ওই টুইটে উল্লেখ করেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর টুইট অনুযায়ী, শনিবার সকাল ১০টা ১৫ নাগাদ স্বামী বিবেকানন্দের উত্তর কলকাতার জন্মভিটেতে যাবেন তিনি। মূর্তিতে মাল্যদান করবেন।

Advertisement

[আরও পড়ুন: কেন্দ্রের সঙ্গে বৈঠকেও কাটল না জট, তিন IPS অফিসারকে ডেপুটেশনের বিরোধিতায় অনড় রাজ্য]

স্বামী বিবেকানন্দের বাড়ি পরিদর্শনের পরই তিনি মেদিনীপুরের (Medinipur) উদ্দেশে রওনা দেবেন। সেখানে ঠাসা কর্মসূচি রয়েছে তাঁরা। যাবেন ক্ষুদিরাম বসুর মাসির বাড়ি যাবেন। সেখানে তাঁর পরিজনদের সংবর্ধনা দেওয়ার কথা। হবিবপুরে সিদ্ধেশ্বরী মন্দিরে পুজো দেবেন। এক কৃষক পরিবারে সারবেন মধ্যাহ্নভোজ। এদিকে, বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলে ক্রমশ ফাটল আরও বিস্তৃত হচ্ছে। এই পরিস্থিতিতে অনেকেই মেদিনীপুরে শাহের উপস্থিতিতে বিজেপিতে যোগ দিতে পারেন বলে খবর। মেদিনীপুরের কর্মসূচি সেরে কলকাতায় ফিরে আসার কথা অমিত শাহ। পরেরদিন অর্থাৎ রবিবার বীরভূম সফরে যাওয়ার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। উল্লেখ্য, দিনকয়েক আগে জেপি নাড্ডার কনভয়ে হামলা হয়। ঠিক তারপরেই রাজ্যে আসছেন অমিত শাহ। তাই তাঁর নিরাপত্তা যাতে আঁটসাঁট হয়, সেদিকেই নজর প্রশাসনিক মহলের।   

[আরও পড়ুন: দুর্দান্ত কাজের স্বীকৃতি, দেশে সাইবার গোয়েন্দাদের সর্বোচ্চ শিরোপা পেলেন কলকাতা পুলিশের অফিসার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement