অর্ণব আইচ ও নিরুফা খাতুন: হাসপাতাল থেকে উধাও বিচারাধীন বন্দি। বুধবার সকাল সাড়ে আটটা নাগাদ ঘটনাটি ঘটে আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে। দমদম সংশোধনাগারের দুই ওয়ার্ডেন দায়িত্বে থাকার পরও কীভাবে পুলিশ ও হাসপাতালের নিরাপত্তারক্ষীদের চোখ এড়িয়ে পালালেন বিচারাধীন বন্দি তা নিয়ে প্রশ্ন উঠচে। ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।
বিচারাধীন বন্দির নাম মহম্মদ সাজ্জাদ (২৮)। বিধাননগরের ইকো পার্ক থানার একটি মামলায় বিচারাধীন ছিলেন। দমদম সংশোধনাগারে ছিলেন তিনি। চলতি মাসের ৪ তারিখ আর জি কর মেডিক্য়াল কলেজ হাসপাতালে সিবিওবিএস ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন। তার পর থেকে জেলের দুই ওয়ার্ডেনের নজরদারিতে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সাজ্জাদ। এদিন সকাল সাড়ে আটটা থেকে তাঁর খোঁজ মেলেনি। পুলিশের ধারনা, ওয়ার্ডেনদের চোকে ধুলো দিয়ে তিনি পালিয়েছেন।
জানা গিয়েছে, হাসপাতালে বন্দির নজরদারির দায়িত্বে ছিলেন দমদম সংশোধনাগারের ওয়ার্ডেন শিশির বিশ্বাস এবং সাজ্জাদ শেখ। তাঁদের জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। তবে যেভাবে পুলিশ এবং নিরাপত্তারক্ষীদের চোখে ধুলো দিয়ে বন্দি চম্পট দিলেন, তার পর হাসপাতালের নিরাপত্তা এবং পুলিশের তৎপরতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। হাসপাতালে সিসি টিভি ফুটেজ খতিয়ে দেখে বন্দির খোঁজ শুরু করেছে পুলিশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.