Advertisement
Advertisement

হাসপাতাল থেকে পালাল বিচারাধীন অন্তঃসত্ত্বা বন্দি

শৌচালয়ে যাওয়ার নাম করে পুলিশের চোখে ধুলো দেয় বিচারাধীন বন্দি৷

Under-trial female prisoner escapes from SSKM Hospital
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 25, 2017 10:43 am
  • Updated:February 25, 2017 10:55 am

স্টাফ রিপোর্টার: দিনে-দুপুরে হাসপাতাল থেকে পালাল বিচারাধীন বন্দি৷ তাও আবার অন্তঃসত্ত্বা অবস্থায়৷ ঘটনাটি ঘটেছে খাস কলকাতার সুপার স্পেশ্যালিটি এসএসকেএম হাসপাতালে৷ পলাতক বন্দির নাম কুলসুম আহমেদ৷

ফের কাঠগড়ায় অ্যাপোলো, পেসমেকার বসানোর বিভ্রাটে রোগীর মৃত্যু

Advertisement

জানা গিয়েছে, আলিপুর সংশোধনাগারে রাখা হয়েছিল বিচারাধীন ওই বন্দিকে৷ অন্তঃসত্ত্বা হওয়ার কারণেই চেকআপ করাতে নিয়ে আসা হয়েছিল এসএসকেএম হাসাপাতালের প্রসূতি বিভাগে৷ ১০৬ নম্বর বেডে রাখা হয়েছিল কুলসুমকে৷ পাহাড়া দেওয়ার জন্য ২৪ ঘণ্টার জন্য নিযুক্ত ছিলেন এক পুলিশকর্মীও৷

টাকার জন্য রোগী আটকে রাখায় মৃত্যু হল যুবকের

এদিন সকালের দিকে কুলসুম জানায় সে শৌচালয়ে যেতে চায়৷ সেই অনুযায়ী নিয়ে যাওয়া হয় তাকে৷ কিন্তু বেশ খানিকটা সময় কেটে যাওয়ার পরও কুলসুম না বের হওয়ায় সন্দেহ হয় পুলিশকর্মীদের৷ শৌচালয়ের দরজা খুলে দেখা যায় কেউ নেই সেখানে৷ পুলিশের আশঙ্কা, শৌচালয়ের জানালা দিয়ে পালিয়ে যায় কুলসুম৷ হাসপাতাল চত্বরে তল্লাশি চালিয়ে পাওয়া যায়নি তাকে৷

নার্সিংহোমের বিল মেটানোর টাকা নেই, আত্মঘাতী কৃষক

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement