Advertisement
Advertisement
Uber

এবার কলকাতায় বাস চালাবে উবের! কীভাবে মিলবে পরিষেবা?

দ্রুত শহরে চালু হতে চলেছে এই পরিষেবা।

Uber may run AC buses in Kolkata | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:November 23, 2023 11:47 am
  • Updated:November 23, 2023 12:22 pm  

নব্যেন্দু হাজরা: শুধু অ্যাপ ক্যাব নয়। এবার শাটল বাসও চালাবে উবের (Uber)। অ্যাপের মাধ্যমে বুক করা যাবে সেই বাস। দ্রুত শহরে চালু হতে চলেছে এই পরিষেবা। এনিয়ে অ্যাপ ক্যাব সংস্থার সঙ্গে মউ স্বাক্ষরিত হয়েছে নবান্নের।

বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে সবমিলিয়ে ১৮৮টি মউ স্বাক্ষরিত হয়েছে। এর মধ্যে সম্মেলনের দ্বিতীয় দিনে উবেরের সঙ্গে মউ স্বাক্ষরিত হয়। তাতে জানানো হয়েছে, কলকাতায় বাস পরিষেবা চালু করবে উবের। নাম ‘উবের শাটল’। একসঙ্গে ৬০টি এসি বাস নামাবে উবের। অ্যাপের মাধ্যমে বুক করা যাবে বাস। থাকবে ৩০টি আসন। চালাবে স্থানীয় ফ্লিট পার্টনাররা। তবে এখনই নয়, ২০২৪ সালের মার্চ মাসের মধ্যে কলকাতার রাস্তায় নামবে এই বাস। জানা গিয়েছে, সকাল ৬টা থেকে রাত ১০ পর্যন্ত এই বাস চলাচল করবে। রাজ্যের তরফে জানানো হয়েছে, ২০২৫ সালের মধ্যে বাংলায় ১০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে উবের। যার ফলে রাজ্যে প্রায় ৫০ হাজার কর্মসংস্থান তৈরি হবে।

Advertisement

[আরও পড়ুন: করোনার পর এবার ‘রহস্যজনক’ নিউমোনিয়া! নয়া আতঙ্কে কাঁপছে চিন, সতর্ক করল WHO]

উল্লেখ্য, করোনা কালের আগে কলকাতার রাস্তায় ‘শাটল’ ট্যাক্সি চালাত উবের। কিন্তু কোভিড কালে তা বন্ধ হয়ে গিয়েছিল। এবার তা বাসের আকারে ফিরতে চলেছে। তবে কীভাবে এই পরিষেবা মিলবে তা এখনও স্পষ্ট নয়। অনেকের অবশ্য ধারনা, ঘুরপথে বিভিন্ন অফিসে পুলকার চালাতে চাইছে উবের।

[আরও পড়ুন: ‘রাজ্য, কেন্দ্র দুই সরকারের এজেন্সির বিরুদ্ধেই লড়াই চলছে’, সোশাল মিডিয়া পোস্ট কুণালের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement