Advertisement
Advertisement

কলকাতা থেকে চিন পাচারের ছক, বামনগাছিতে উদ্ধার দুই বিলুপ্তপ্রায় তক্ষক

বাংলাদেশ থেকে নিয়া আসা হয় শহরে৷

Two Takshak recovered by Officers of Customs
Published by: Tanujit Das
  • Posted:September 24, 2018 7:40 pm
  • Updated:September 24, 2018 7:40 pm  

অর্ণব আইচ: পাচারের আগেই লুপ্তপ্রায় প্রজাতির দুটি তক্ষককে উদ্ধার করলেন কাস্টমস দপ্তরের অধিকারিকরা৷ সোমবার বারাসতের কাছে বামনগাছির ৩৫ নম্বর জাতীয় সড়ক থেকে এগুলিকে উদ্ধার করা হয়েছে৷ বাংলাদেশ থেকে এগুলিকে নিয়ে আসা হয়েছে বলে অনুমান কাস্টমস অফিসারদের৷ কলকাতা বিমানবন্দরকে ব্যবহার করে চিনের পাচার করার ছক ছিল বলে সূত্রের খবর৷

[ব্রিজের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন রাজ্য, কমিশন গঠনের ভাবনা]

Advertisement

জানা গিয়েছে, বাংলাদেশের চট্টগ্রামের পাহাড়ি এলাকার থেকে এগুলিকে নিয়ে আসা হয়েছে৷ চিনে পাচারের উদ্দেশ্যেই ছিল বলে অনুমান৷ সেক্ষেত্রে কলকাতা বিমানবন্দরকে ব্যবহার করে এই বিলুপ্তপ্রায় প্রজাতির তক্ষকগুলির পাচারের ছক কষা হয়৷ আন্তর্জাতিক বাজারে এই প্রাণীটির আনুমানিক মূল্য প্রায় আট থেকে কুড়ি লক্ষ টাকা৷ সেক্ষেত্রে নির্দিষ্ট মাপের উপর মূল্য নির্ভর করে৷ যত বড় তক্ষক হয় তার দাম তত বাড়ে৷

[বনধ ব্যর্থ করতে কড়া ব্যবস্থা রাজ্যের, বেসরকারি সংস্থার সাহায্য চাইলেন পার্থ]

তক্ষকের বিজ্ঞানসম্মত নাম গেক্কো গেকো৷ চিকিৎসা জগতে এর চাহিদা তুঙ্গে৷ জানা গিয়েছে, এই প্রাণীর চামড়া দিয়েই ক্যানসার-সহ বিভিন্ন মারণ ব্যাধির ওষুধ তৈরি হয়৷ সেই উদ্দেশেই এই দুটি বিরল প্রজাতির তক্ষককে চিনে পাচারের চেষ্টা হচ্ছিল বলে সূত্রের খবর৷ এই ঘটনার পিছনে কে বা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখতে চাইছেন কাস্টমস দপ্তরের আধিকারিকরা৷ পাচারচক্রের মূল পাণ্ডার কাছে পৌঁছাতে চাইছেন তাঁরা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement