Advertisement
Advertisement

গুন্ডা দিয়ে মাকে ঘরছাড়া করল দুই ছেলে

চারজন ভাড়া করা গুন্ডা দিয়ে মাকে অন্যত্র ফেলে আসার ব্যবস্থা করে তারা৷ রবিবার গভীর রাতে লেই গুন্ডারা অবলাদেবীকে গাড়িতে তুলে নিয়ে যায়৷

two sons booked goons to expel their mother

ছবি: প্রতীকী

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 17, 2016 2:43 pm
  • Updated:August 17, 2016 2:43 pm  

স্টাফ রিপোর্টার, বারাসত: ঘাড়ধাক্কা দিয়ে কাজ হয়নি৷ তাই ভাড়া করা গুন্ডা দিয়ে বৃদ্ধা মাকে বাড়ি থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে ফেলে দিয়ে এল দুই ছেলে৷ মায়ের দায়িত্বভার নেবে না তাই৷ এমনই এক নৃশংস ও অমানবিক ঘটনার সাক্ষী হলেন উত্তর ২৪ পরগনার বাসিরহাটের মানুষ৷ চলন্ত গাড়ি থেকে ওই বৃদ্ধাকে রাস্তার উপর ফেলে পালায় গুন্ডারা৷ নব্বই বছরের ওই বৃদ্ধাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ৷ হাসপাতালের বেডে শুয়েই চোখের জল মুছতে মুছতে দীর্ঘদিনের অত্যাচারের কথা পুলিশকে জানান বৃদ্ধা৷

উত্তর ২৪ পরগনার বনগাঁর বাসিন্দা হলেন এই বৃদ্ধা অবলা আচার্য৷ স্বামী কালীপদবাবু মৃত্যুর আগে সব সম্পত্তি আবলাদেবীর নামে করে যান৷ সাত সন্তানের মা তিনি৷ পাঁচ মেয়ে আর দুই ছেলে৷ সব মেয়েই বিবাহিত৷ বনগাঁ থানা এলাকায় দুটি বাড়ির মালকিন ছিলেন তিনি, তবে বর্তমানে তাঁর কোথাও ঠাঁই নেই৷ কারণ দুই ছেলে গোপাল আর প্রভাত সব সম্পত্তি আত্মসাৎ করে নিয়েছে৷ সম্পত্তি হাতিয়ে নেওয়ার পর আর মায়ের প্রয়োজন নেই৷ তাই বৃদ্ধা মাকে বাড়িছাড়া করার জন্য দিনের পর দিন তাঁর উপর অত্যাচার চালায় তাঁরা৷ পুলিশকে এমনটাই জানিয়েছেন ওই বৃদ্ধা৷ মারধর, গালিগালাজ এমনকী, দীর্ঘদিন ধরে অভুক্তও রাখা হয় তাঁকে৷ মুখ বুজে সব সহ্য করে গিয়েছেন বৃদ্ধা৷

Advertisement

এত অত্যাচারের পরও যখন মাকে বাড়ি থেকে তাড়াতে পারেনি তখন নৃশংসতার চরম পন্থা অবলম্বন করে তাঁর দুই ছেলে৷ চারজন ভাড়া করা গুন্ডা দিয়ে মাকে অন্যত্র ফেলে আসার ব্যবস্থা করে তারা৷ রবিবার গভীর রাতে লেই গুন্ডারা অবলাদেবীকে গাড়িতে তুলে নিয়ে যায়৷ হাত-পা বেঁধে গাড়িতে ফেলে রাখা হয় তাঁকে৷ সোমবার সকালে বনগাঁ থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে অন্য মহকুমা বসিরহাটের রবীন্দ্রসদনের সামনে রাস্তার উপর ফেলে দেওয়া হয় তাঁকে৷ কাকতালীয়ভাবে ওই এলাকাতেই বৃদ্ধার এক মেয়ে মায়া বন্দ্যোপাধ্যায়ের শ্বশুরবাড়ি৷ মায়াদেবী অসুস্থাতার কারণে চিকিৎসা করাতে বাইরে গিয়েছেন৷ তবে তাঁর পুত্রবধূ মুনমুন বৃদ্ধাকে রাস্তায় ফেলে দিয়ে যেতে দেখেন৷ বসিরহাট থানার পুলিশ খবর পেয়ে বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে৷ উত্তর ২৪ পরগনার পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় জানিয়েছেন, “বৃদ্ধার বয়ান নিয়ে দুই ছেলের বিরু‌দ্ধে স্বতঃপ্রনদিত মামলা রুজু করেছে পুলিশ৷ অভিযুক্ত দুই ছেলের খোঁজে তল্লাশি চলছে৷”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement