স্টাফ রিপোর্টার, বারাকপুর: বৃদ্ধা মাকে ঘুমের ওষুধ খাইয়ে বাড়ি থেকে দূরে অচেনা এলাকার ফুটপাতে ফেলে রেখে গেল গুণধর দুই ছেলে। বৃহস্পতিবার রাতে বৃদ্ধাকে দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভরতি করেছে। খোঁজ চলছে তাঁর পরিবারের। ঘটনাটি ভাটপাড়া এলাকার। দুই ছেলের অমানবিকতায় হতবাক হয়েছেন পুলিশকর্মীরাও।
বৃদ্ধার নাম উষারানি প্রামাণিক। তাঁর বাড়ি চুঁচুড়ার (Chunchura) ঘটকপাড়া এলাকায়। বৃহস্পতিবার রাতে ভাটপাড়ার (Bhatpara) রথতলায় ফুটপাতে তাঁকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। উদ্ধার করে আনার পর তাঁর কাছ থেকেই জানা যায়, উষারানিদেবীর স্বামী সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকে চাকরি করতেন। তাঁর দুই ছেলে-টিঙ্কু প্রামাণিক এবং মনোজ প্রামাণিক। ১৯৭৮ সালে স্বামী মারা যাওয়ার পর দুই সন্তানকে তিনি অনেক কষ্টে বড় করেছেন। এখন দুই ছেলেই মাছের ব্যবসার সঙ্গে যুক্ত।
কিন্তু অশীতিপর বৃদ্ধা মাকে দেখভাল করার বদলে তারা তাঁর উপর নির্যাতন চালাত বলেই অভিযোগ। দু’দিন আগে ঘুমের ওষুধ খাইয়ে বৃদ্ধাকে ভাটপাড়ার রথতলা রাজলক্ষ্মী বালিকা বিদ্যালয়ের সামনে ফুটপাতে ফেলে রেখে যাওয়ার অভিযোগ ওঠে দুই ছেলের বিরুদ্ধে।
বিষয়টি জানতে পেরে স্থানীয় বাসিন্দা অমিত চক্রবর্তী, কুণাল দে, শৈলেন বসু বৃদ্ধাকে উদ্ধার করতে তৎপর হন। তাঁরাই খবর দেন ভাটপাড়া থানায়। খবর পেয়ে পুলিশ এসে বৃদ্ধাকে উদ্ধার করে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভরতি করায়। এদিন অমিতবাবু বলেন, ‘‘গত দু’দিন ধরেই ওই বৃদ্ধা ফুটপাতে পড়েছিলেন। কথা বলে জানতে পারি, দুই ছেলে বৃদ্ধাকে ফুটপাথে ফেলে রেখে গিয়েছে।’’ কাঁদতে কাঁদতে বৃদ্ধা বলেন, ‘‘আমার দুই ছেলে আমাকে ঘুমের ওষুধ খাইয়ে এখানে ফেলে রেখে পালিয়েছে।’’ বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। বৃদ্ধার দুই ছেলের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.