Advertisement
Advertisement

Breaking News

Kolkata

খাস কলকাতায় পুকুর থেকে উদ্ধার দুই বালকের দেহ, খুন নাকি দুর্ঘটনা? ঘনাচ্ছে রহস্য

সাতসকালে দুই বালকের মৃতদেহ উদ্ধার ঘিরে এলাকায় ছড়াল তীব্র চাঞ্চল্য।

Two minors' body recovered from pond in Kolkata | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:September 30, 2023 12:42 pm
  • Updated:September 30, 2023 12:58 pm  

দিশা ইসলাম: সাতসকালে খাস কলকাতায় পুকুর থেকে দুই বালকের মৃতদেহ উদ্ধার ঘিরে ছড়াল চাঞ্চল্য। ঘটনা হাতিয়ারা মাঝের পাড়ার। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইকো পার্ক থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, শুক্রবার দুপুর থেকে নিখোঁজ ছিল দুই বালক। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করলেও খোঁজ মেলেনি মহম্মদ সোহেব (৭) ও রমজান আলির (১০)। হাতিয়ারা পীর সাহেব মোড়ে এক বাড়িতে ভাড়া থাকত তাদের পরিবার। দুই নাবালকের একজনের বাড়ি নারকেলডাঙা এলাকায় এবং অন্যজনের বাড়ি লেকটাউন থানার দক্ষিণদাঁড়ি এলাকায়। রাতে ইকো পার্ক থানায় পরিবারের পক্ষ থেকে দুই বালকের নিখোঁজ হওয়ার খবর দেওয়া হয়। রাতে পুলিশের পক্ষ থেকে এলাকায় খোঁজ চালানো হলেও খোঁজ মেলেনি তাদের।

Advertisement

[আরও পড়ুন: ‘রাস্তায় বসে চা খাই, আমার বসার চিন্তা কী?’, রাজ্যদপ্তরের ঘর ভাঙা নিয়ে ‘অভিমানী’ দিলীপ]

আজ, শনিবার সকালে নিউটাউনের হাতিয়ারা মাঝের পাড়ার একটি পুকুরে দু’টি দেহ ভাসতে দেখেন স্থানীয়রা। তারা খবর দেয় ইকো পার্ক থানায়। ইকো পার্ক থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। কীভাবে ওই দুই বালকের মৃত্যু হয়েছে, তা তদন্ত করে দেখছে ইকো পার্ক থানার পুলিশ।

সাতসকালে এমন ঘটনায় ছড়ায় চাঞ্চল্য। এলাকার মানুষ ভিড় জমান ঘটনাস্থলে। কান্নায় ভেঙে পড়েছে দুই বালকের পরিবার। 

[আরও পড়ুন: মন্দারমণিতে তরুণীর দেহ উদ্ধারের ঘটনায় জারি ধরপাকড়, গ্রেপ্তার মাস্টারমাইন্ড]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement