Advertisement
Advertisement
Kolkata

কলকাতার ব্যবসায়ীকে ‘অপহরণ’ করে মুক্তিপণ দাবি, ভিনরাজ্য থেকে গ্রেপ্তার ৬

অভিযোগ, ব্যবসায়ীর স্ত্রীর কাছ থেকে ১০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে ওই অভিযুক্তরা।

Two man arrested for allegedly kidnapped Kolkata's businessman

ফাইল ছবি।

Published by: Sayani Sen
  • Posted:July 17, 2024 6:37 pm
  • Updated:July 17, 2024 7:00 pm  

অর্ণব আইচ: কলকাতার ব্যবসায়ীকে অপহরণ। ১০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয় বলেও  অভিযোগ। নয়ডায় হানা দিয়ে এই ঘটনায় মোট ৬ জনকে গ্রেপ্তার করল পাটুলি থানার পুলিশ। ওই ব্যবসায়ীকেও উদ্ধার করা হয়েছে।

সত্যেন্দ্র কুমার নামে ওই ব্যক্তি পাটুলির বাসিন্দা। একটি ক্যাফে রয়েছে তাঁর। গত ১২ জুলাই থেকে নিখোঁজ হয়ে যান সত্যেন্দ্র। খোঁজখবর শুরু হয়। তার মাঝেই ব্যবসায়ীর স্ত্রীর কাছে একটি অজানা নম্বর থেকে ফোন আসে। ফোনের অপর প্রান্ত থেকে স্ত্রীকে জানানো হয়, ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছে। ১০ লক্ষ টাকা মুক্তিপণও দাবি করা হয়। এর পরই পাটুলি থানার দ্বারস্থ হন ব্যবসায়ীর স্ত্রী। নিখোঁজ ডায়েরি করেন। ওই অভিযোগের ভিত্তিতে শুরু হয় পুলিশি তৎপরতা।

Advertisement

[আরও পড়ুন: সহকর্মীদের ‘তামাশা’য় ৩ তলা থেকে পড়ে মৃত্যু মহিলার! ভিডিও দেখলে শিউরে উঠবেন]

মুক্তিপণ চেয়ে আসা ফোন নম্বরের সূত্র ধরে শুরু হয় খোঁজখবর। মোবাইল নম্বরে লোকেশন ট্র্যাক করে নয়ডায় পাড়ি দেয় পাটুলি থানার পুলিশ। সেখানে খোঁজখবর করে প্রথমে সমীর, সুভাষ নামে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। এর পর তাদের জেরা করে আরও চারজনের নাম সামনে আসে। পুলিশ সন্দীপ বর্মা, গৌরব বড়ুয়া, যতীন এবং করণ ঠাকুর নামে আরও চারজনকে গ্রেপ্তার করে। সবমিলিয়ে মোট ৬ জনকে গ্রেপ্তার করে পুলিশ। জানা গিয়েছে, সম্প্রতি অভিযুক্তদের মধ্যে কয়েকজনের সঙ্গে সোশাল মিডিয়ায় ব্যবসায়ীর পরিচয় হয়। সেই সুযোগে ওই যুবকেরা কলকাতার ব্যবসায়ীকে গত ১২ জুলাই অপহরণ করে। নয়ডা থেকে অপহৃত ওই ব্যবসায়ীকেও উদ্ধার করেছে। ধৃতদের বুধবার আদালতে তোলা হয়। তাদের ৬ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত।

[আরও পড়ুন: এয়ার ইন্ডিয়ায় ৬০০ শূন্যপদ, প্রার্থী ২৫ হাজার! মুম্বইয়ে বেসামাল জনস্রোতের ভিডিও ভাইরাল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement