Advertisement
Advertisement
Kestopur

কলকাতায় ‘আবার যকের ধন’, ইডির তল্লাশিতে উদ্ধার কোটি কোটি টাকা

বিহারে অনলাইন জালিয়াতি মামলায় তল্লাশি চালায় ইডি।

Two crores in cash seized from Kestopur । Sangbad Pratidin

ফাইল চিত্র।

Published by: Sayani Sen
  • Posted:December 28, 2023 4:27 pm
  • Updated:December 28, 2023 4:57 pm  

বিধান নস্কর, দমদম: ফের কলকাতায় উদ্ধার নগদ কোটি কোটি টাকা। এবার ঘটনাস্থল কেষ্টপুরের রবীন্দ্রপল্লির তালবাগান। বিহারে অনলাইন জালিয়াতি মামলায় তল্লাশি চালায় ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তল্লাশিতে উদ্ধার প্রায় ২ কোটি টাকা।

বুধবার সন্ধ্যায় পাটনা থেকে ইডি আধিকারিকরা কেষ্টপুরের রবীন্দ্রপল্লির তালবাগান অঞ্চলের AF ১৮৯/১ নম্বর বাড়িতে হানা দেন। সেখানে ভাড়া থাকে রবিনস যাদব নামে এক ব্যক্তি। মূলত তার বিরুদ্ধে বিহারের পাটনায় অনলাইন জালিয়াতির অভিযোগ দায়ের হয়। পরবর্তী সময়ে ইডি সেই মামলার তদন্তভার নেয়। তদন্তে নেমে ইডি আধিকারিকেরা রবিনস যাদবের সন্ধান পান।

Advertisement

[আরও পড়ুন: ফাঁসি রদ কাতারে বন্দি ৮ ভারতীয় প্রাক্তন নৌসেনা কর্মীর!]

কেষ্টপুরের রবীন্দ্রপল্লিতে রবিনসের ভাড়াবাড়িতে হানা দেয় ইডি। রবিনস সেই সময় ওই বাড়িতে ছিল না। রবিনসের এক বন্ধু ওই ঘরে ছিলেন। তদন্তকারীদের দাবি, সেখান থেকে প্রায় ১ কোটি ৮৫ লক্ষ টাকা উদ্ধার হয়। যদিও এই ঘটনায় বাড়ির মালিক ক্যামেরার সামনে কোনও কথা বলতে চাননি। তিনি জানান, ইডি আধিকারিকেরা তল্লাশি চালান। রবিনস তাদের বাড়িতে বন্ধুদের সঙ্গে ভাড়া থাকতেন বলেও জানান।

[আরও পড়ুন: চা চেয়েছিলেন স্বামী, চোখে কাঁচি ঢুকিয়ে দিলেন স্ত্রী!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement