ছবি: প্রতীকী
অর্ণব আইচ: নিউ মার্কেটের এক পানশালায় (Bar) ঢুকে নিজেদের মধ্যে ঝামেলা, বচসার পর পানশালার কর্মীকে মারধরের অভিযোগ। বড়দিনে অশান্তিতে কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে দু’জনকে গ্রেপ্তার করল নিউ মার্কেট (New Market) থানার পুলিশ। জানা গিয়েছে, ধৃতরা সম্পর্কে বাবা-ছেলে। তাঁরা বাংলাদেশের নাগরিক। ই-মেল মারফত তাঁদের গ্রেপ্তারির খবর জানানো হয়েছে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের দপ্তরে। ধৃতদের পাসপোর্ট, ভিসার তথ্য যাচাই করার জন্য ডেপুটি হাইকমিশনকে অনুরোধ করা হয়েছে পুলিশের তরফে।
রবিবার অর্থাৎ বড়দিন রাত ১০টা নাগাদ ১২, ফ্রি স্কুল স্ট্রিটের একটি পানশালায় ঢুকেছিলেন সেরাজুল আলম খান ও নাফিউ খান। এরপর তাঁদের নিজেদের মধ্যে বচসা শুরু হয়। সেই বচসা এতটাই চরমে ওঠে যে পানশালার কর্মীদের উপরও সেই রেশ আছড়ে পড়ে। লাথি, ঘুসি, চড় চলতে থাকে এলোমেলোভাবে। সুজিত বক্সি ও শংকর রুদ্র নামে দুই কর্মী আহত হন। তাঁদের এসএএসকেএম (SSKM) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর অবশ্য রাতেই দুজনকে ছেড়ে দেন চিকিৎসকরা।
এরপর সুজিত বক্সি নিউ মার্কেট থানায় অভিযোগ দায়ের করেন। বছর পঞ্চাশের সুজিত বক্সি বাঁশদ্রোণীর বাসিন্দা। তাঁর অভিযোগ, রাতে পানশালায় ঢুকে নিজেদের মধ্যেকার ঝামেলা থেকে বাবা-ছেলে কার্যত তাণ্ডব চালিয়েছে। তাঁদের আহতও করেছেন। পুলিশ সূত্রে খবর, বাংলাদেশের গাজিপুরের বাসিন্দা সেরাজুল ও নাফিউ। এরপর তদন্তে নেমে পুলিশ দু’জনকে গ্রেপ্তার করেছে। ঠিকানা খুঁজে তাঁদের বাড়িতে খবর পাঠানো হয়েছে। পার্কসার্কাসে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের দপ্তরে সেরাজুল-নাফিউকে গ্রেপ্তারির খবর জানানো হয়েছে। ধৃতদের পাসপোর্ট, ভিসার তথ্য যাচাই করার কথা বলা হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.