Advertisement
Advertisement

কুকুরছানা হত্যাকাণ্ডে অপরাধ কবুল, গ্রেপ্তার ২ নার্সিং পড়ুয়া

বাকি তিনজন এখনও পলাতক।

Two arrested in NRS Hospital dog murder
Published by: Sayani Sen
  • Posted:January 15, 2019 5:27 pm
  • Updated:January 15, 2019 5:27 pm  

অর্ণব আইচ: এনআরএস হাসপাতালে কুকুরছানা হত্যাকাণ্ডে দুই নার্সিং ছাত্রীকে গ্রেপ্তার করল এন্টালি থানার পুলিশ৷ তদন্তকারীদের দাবি, দীর্ঘক্ষণের পুলিশি জেরায় অপরাধ কবুল করেছে তারা৷ এখনও পর্যন্ত বাকি তিনজনের খোঁজ পায়নি পুলিশ৷ ধৃতদের জেরা করে তাদের খোঁজ করছেন তদন্তকারীরা৷

[এনআরএসে কুকুর নিধন কাণ্ডে সামনে এল ৫ সন্দেহভাজনের নাম]

রবিবার দুপুরে হাসপাতালের মেটারনিটি ওয়ার্ডের পাশে জঞ্জালস্তূপে একটি বস্তার মধ্যে বেশ কয়েকটি প্যাকেট পড়ে থাকতে দেখা যায়৷ প্যাকেটগুলির পাশেই আধমরা অবস্থায় পড়েছিল একটি কুকুর। একটি প্যাকেটের মুখ খোলা অবস্থায় পড়েছিল৷ ওই প্যাকেটের ভিতর একটি কুকুরছানা দেখতে পাওয়া যায়৷ কৌতূহলী হয়ে বাকি প্যাকেটের মুখ খুলতেই একে একে ১৬টি কুকুরছানার দেহ বেরিয়ে আসে৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান একাধিক পশুপ্রেমী সংগঠনের সদস্যরা। এই ঘটনাকে কেন্দ্র করে রবিবার থেকেই উত্তপ্ত ছিল পরিস্থিতি৷ সোমবার সেই উত্তেজনার আগুনে ঘি ঢেলে সামনে আসে একটি ভিডিও৷ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে দেখা গিয়েছে, লাঠি নিয়ে এলোপাথাড়ি কুকুর ছানাদের পেটাচ্ছে দুই মহিলা। পরিত্রাহী চিৎকার করছে ছোট ছোট ছানাগুলি। যন্ত্রণায় আর্তনাদ শুরু করে তারা৷ কুকুরছানাদের উপর এহেন অত্যাচারের মর্মান্তিক ভিডিও প্রকাশ্যে আসার পর থেকে ফুঁসছে গোটা শহর৷ অভিযুক্তদের গ্রেপ্তারির দাবিতে সরব পশুপ্রেমীরা৷ ঘটনার তদন্তে এনআরএস হাসপাতালের ডেপুটি সুপারের নেতৃত্বে তড়িঘড়ি একটি কমিটি গঠন করা হয়৷ ওই তদন্ত কমিটিই মঙ্গলবার সকালে রিপোর্ট জমা দেয়৷ প্রাথমিক রিপোর্টেই উঠে আসে তিন জন নার্সিং পড়ুয়া এবং দু’জন হাসপাতাল কর্মী-সহ মোট পাঁচ সন্দেহভাজনের নাম৷ তড়িঘড়ি নোটিস পাঠিয়ে মৌটুসি মণ্ডল এবং সোমা বর্মন নামে দুই নার্সিং পড়ুয়াকে ডেকে আনা হয়৷ জেরা করতে শুরু করে এন্টালি থানার পুলিশ৷ কয়েক ঘণ্টার মধ্যেই জেরায় ভেঙে পড়ে তারা৷ এরপরই পুলিশ দু’জনকে গ্রেপ্তার করে৷ বাকি তিনজনের খোঁজ শুরু করেছেন তদন্তকারীরা৷

Advertisement

[হতাশ গেরুয়া শিবির, সুপ্রিম রায়ে খারিজ বিজেপির রথযাত্রা]

এদিকে, অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে সরব পশুপ্রেমীরা৷ মঙ্গলবার সকাল থেকেই এন্টালি থানার সামনে বিক্ষোভ দেখান তাঁরা৷ ডিসির গাড়ি ঘিরে ধরে বিক্ষোভও দেখান পশুপ্রেমীরা৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement