সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহের (Amit Shah) সাতদফা ‘মিথ্যে’র পর্দাফাঁস করল তৃণমূল। মেদিনীপুরে কলেজ মাঠে দাঁড়িয়ে শনিবার তৃণমূল সরকারের (TMC) বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রবিবার তৃণমূল নেতৃত্ব সেই অভিযোগের নেপথ্যে থাকা আসল ‘সত্য’ প্রকাশ করল।
বাংলার মানুষকে একাধিক কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা দেওয়া হয়নি বলে তোপ দেগেছেন অমিত শাহ। কয়েকটি অভিযোগ সম্পূর্ণ মিথ্যে বলে পাল্টা অভিযোগ করে রবিবার টুইট করলেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। তৃণমূল সাংসদ তাঁর টুইটে বিজেপিকে ‘পর্যটক দল’ ও অমিত শাহকে সেই দলের ‘সর্দার’ বলে কটাক্ষ করেন। লেখেন, সাতটি ভুয়া তথ্য দিয়ে নিজের মর্যাদা আরও খর্ব করেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর থেকে এই ধরণের অসত্য আশা করা যায় না বলে মন্তব্য করেছে সুব্রত মুখোপাধ্যায়। কী এই সাত অসত্য?
#FactCheck of the speech made in Bengal by the henchman of the “tourist gang”.
7 pieces of concocted, false info in one speech. Actually, by his standards, quite low! pic.twitter.com/MgvktqcFt3
— Derek O’Brien | ডেরেক ও’ব্রায়েন (@derekobrienmp) December 20, 2020
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.