ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেন্দ্রের জনবিরোধী নীতি ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে শহরজুড়ে পথে নামল তৃণমূল৷ মৌলালি মোড় থেকে ধর্মতলার ডোরিনা ক্রসিং পর্যন্ত তৃণমূলের এই প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দেন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়৷ মিছিল শেষে ধর্মতলায় সভামঞ্চ থেকে একযোগে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন তৃণমূল যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম-সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্ব৷ সভার শুরুতে এদিন অমিত শাহকে ‘মোটা’ বলেও কটাক্ষ করেছেন ফিরহাদ৷ বামেদের বনধকে মানুষ ‘বন্ধ’ করে দিয়েছে বলে সভামঞ্চ থেকে হুঙ্কার ছোঁড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷
দেশজুড়ে লাগাম ছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে ভারত বনধের ডাক দিয়েছে বাম-কংগ্রেস৷ বিরোধীদের এই ‘কর্মনাশা’ বনধের বিরোধিতা করে বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েননি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ সোমবার ধর্মতলা থেকে আওয়াজ তোলেন, ‘‘বাংলার মানুষ আবার প্রমাণ করে দিল যে তারা বনধ মানে না৷ বাংলার মানুষ বনধকে ‘বন্ধ’ করে দিয়েছে৷ গত দু’মাস আগেও যাঁদের দূরবীন দিয়ে দেখতে হতো, তাদের ডাকা হঠাৎ বনধে কেন সাড়া দেবে মানুষ?’’ বিজেপিকে আক্রমণ করে অভিষেকের কটাক্ষ, ‘দিল্লিতে বসে কী করছে নরেন্দ্র মোদির সরকার? শুধু বিদেশ ভ্রমণ করলেই কী হবে, দেশের কাজে একটু মন দিন৷ আর তা না পারলে ক্ষমতা ছাড়ুন৷ বিরোধীরা বুঝে নেবে দেশ কীভাবে চালাতে হয়৷’’ মুখ্যমন্ত্রীর স্বপ্নের ‘ফাডারেল ফ্রন্ট’ গঠনে তৃণমূল যে মরিয়া তাও এদিন স্পষ্ট করেন যুবরাজ৷
[হিন্দু হস্টেলের দাবিতে প্রেসিডেন্সির গেটে তালা, ঢুকতেই পারলেন না উপাচার্য]
অন্যদিকে, বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শহরের নাম উল্লেখ না করে ফিরাদ হাকিম বলেন, ‘‘দিল্লিতে রয়েছে মোটা সভাপতি৷ মাঝে মধ্যে রাজ্যে এসে লম্বা চওড়া ভাষণও দিয়ে যায়৷ কিন্তু, কাজের কাজ কিছুই হয়না৷ রাজধানীতে ঠাণ্ডা ঘরে বসে মোটা সভাপতি বলছেন, বিজেপি ৫০ বছর ক্ষমতায় থাকবে৷ কিন্তু আমি বলছি, ওদের আর পাঁচ দিনও থাকারও যোগ্যতা নেই৷’’ সোমবার টানা রোদের মধ্যেই কেন্দ্রের জনবিরোধী নীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিলে নামে তৃণমূল৷ এদিন দুপুরে মৌলালি মোড় থেকে ধর্মতলার ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করা হয়৷ বেলা সাড়ে ৩টে নাগাদ শেষ হয় সংক্ষিপ্ত পথসভা৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.