Advertisement
Advertisement

Breaking News

পঞ্চায়েত ভোটে মুকুলের স্মার্টফোন ‘টোপ’-এর বিরুদ্ধে কমিশনে যাচ্ছে তৃণমূল

থানায় মুকুল রায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের, দেখুন ভিডিও।

Trinamool complaint against Mukul Roy on Election Commission

থানায় মুকুল রায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের, দেখুন ভিডিও।

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 6, 2018 6:15 pm
  • Updated:May 6, 2018 6:15 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ত্রিপুরা ভোটের মডেল বাংলায় ফলাতে গিয়ে এবার পুলিশের খাতায় নাম লেখালেন মুকুল রায়৷ পঞ্চায়েত ভোটে জেলা পরিষদে ক্ষমতায় এলে বেকার যুবক-যুবতীদের  স্মার্টফোন দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে চূড়ান্ত বিপাকে পড়লেন বিজেপি নেতা মুকুল রায়৷ নির্বাচনী বিধি ভেঙে ভোট প্রচারে গিয়ে মুকুলের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ দায়ের তৃণমূলের৷

রবিবার মুকুল রায়ের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলে সংবাদমাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানান তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়৷ এদিন তিনি মুকুলকে ফের ‘চাটনি বাবু’ বলে আখ্যা দেওয়ার পর বলেন, ‘‘বাংলার যুবক-যুবতীদের স্মার্টফোনের টোপ দিয়ে ভোট পাওয়ার সস্তা রাজনীতি করছে বিজেপি৷ ওরা ভাবছে, দামি ফোনের টোপ দিলেই বুঝি নির্বাচনে জেতা যাবে৷ আমরা এর বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের কাছে যাচ্ছি৷ কারণ, নির্বাচন বিধি কার্যকর থাকাকালীন কোনও প্রতিশ্রুতি বা ভোটারকে প্রভাবিত করা যায়, এখন কোনও মন্তব্য করা যায় না৷ কিন্তু, মুকুল রায় নির্বাচনী বিধি ভেঙে জেলা পরিষদ দখল হলেই স্মার্টফোট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন৷ আমরা এর বিরুদ্ধে নির্বাচন কমিশন যাব৷’’

Advertisement

দলীয় সূত্রে খবর, নির্বাচনবিধি ভাঙার অভিযোগে আজ জলপাইগুড়ি থানায় মুকুল রায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন জেলা পরিষদের ৯ নম্বর আসনের তৃণমূল প্রার্থী বিধানচন্দ্র রায়৷ অভিযোগ, জলপাইগুড়ি সদর ব্লকের ঘুঘুডাঙা দাসপাড়ায় বিজেপির সভায় নির্বাচনবিধি ভাঙেন তিনি৷ পুলিশে অভিযোগ দায়েরের পাশাপাশি, সোমবারই মুকুলের স্মার্টফোনের ‘টোপ’-এর বিরুদ্ধে কমিশনে অভিযোগ জানাতে যাবে তৃণমূল৷ এমনকি, যে যে জনসভায় মুকুল রায় স্মার্টফোনের ‘টোপ’ দিয়ে বক্তব্য বলেছেন, তার ফুটেজও কমিশনের কাছে পাঠানো হবে বলে জানা গিয়েছে৷

ত্রিপুরা মডেলকে বাংলায় ফিরিয়ে আনতে চেয়ে সম্প্রতি একটি জনসভায় বিতর্কিত মন্তব্য করেন মুকুল রায়৷ স্মার্ট ফোন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েই ভোটে পালের হাওয়া কাড়ার চেষ্টা করেন বিজেপি নেতা মুকুল রায়৷ আসন্ন পঞ্চায়েত ভোটে জেলা পরিষদ দখল করতে পারলে বেকার যুবক-যুবতীদের স্মার্টফোন দেওয়ার ঢালাও প্রতিশ্রুতি দেন তিনি৷ বাংলা বিজয়ের লক্ষ্যে ‘পাইয়ে দেওয়া’র রাজনীতির পথে হাঁটতে গিয়ে নিজের পাতা ফাঁদেই জব্দ মুকুল রায়৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement