Advertisement
Advertisement
TMC

কলকাতা হাই কোর্টের বার অ্যাসোসিয়েশনের ভোটে সেক্রেটারি-সহ ১১ পদে জিতলেন তৃণমূল প্রার্থীরা

ছ’বছর পর সেক্রেটারি পদ ছিনিয়ে নিল তৃণমূল।

Trinamool candidates win 11 posts, including secretary in Calcutta High Court Bar Association polls | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:December 8, 2021 9:54 pm
  • Updated:December 8, 2021 9:54 pm  

শুভঙ্কর বসু: কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) আইনজীবীদের সবচেয়ে বড় সংগঠন বার অ্যাসোসিয়েশনের ভোটে ছ’বছর পর সেক্রেটারি পদ ছিনিয়ে নিল তৃণমূল কংগ্রেস। ওই পদে জয়লাভ করেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী আইনজীবী বিশ্বব্রত বসুমল্লিক।

জানা গিয়েছে, নির্বাচিত কমিটিতে মোট ১৫টির মধ্যে ১১টি পদে জয়লাভ করেছেন তৃণমূল প্রার্থীরা। সেক্রেটারি পদে মোট সাত জন প্রতিদ্বন্দ্বী ছিলেন। বিশ্বব্রতবাবু পেয়েছেন সবচেয়ে বেশি ভোট, ৯৮৮টি ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী পার্থ ঘোষের চেয়ে ৬১ ভোট বেশি। পার্থবাবুর প্রাপ্ত ভোট ৯২৭।

Advertisement

[আরও পড়ুন: অনন্য প্রতিভা! রাষ্ট্রপ্রধানের নাম থেকে পুজোর মন্ত্র, এক নিমেষে বলে দেয় কাটোয়ার খুদে]

অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন কংগ্রেস সমর্থিত নির্দল প্রার্থী আইনজীবী অরুণাভ ঘোষ। তিনি পেয়েছেন মোট ১১৫০ ভোট। এই পদে প্রার্থী ছিলেন আরও দু’জন-সর্দার আমজাদ আলি ও প্রমিত কুমার রায়। তাঁদের প্রাপ্ত ভোট যথাক্রমে ১০৫৭ এবং ১০৩২। ভাইস প্রেসিডেন্ট পদে জয়লাভ করেছেন বিজেপি প্রার্থী আইনজীবী কল্লোল মণ্ডল। কল্লোলবাবুর প্রাপ্ত ভোট ১২৭২। এই পদে মোট চার জন প্রতিদ্বন্দ্বী ছিলেন। এবার অ্যাসোসিয়েশনের ট্রেজারার পদটিও তৃণমূলের দখলে গিয়েছে। ওই পদে জয়ী হয়েছেন আইনজীবী জয়দীপ বন্দে্যাপাধ্যায়, পেয়েছেন১৬৩৬টি ভোট।

এগজিকিউটিভ কমিটিতে মোট ২৬ জন প্রার্থী ছিলেন, যার মধ্যে তৃণমূলের ৭ জন জয়লাভ করেছেন। বিজেপির ঝুলিতে গিয়েছে ২টি আসন। উল্লেখযোগ্যভাবে এবার বাম ও কংগ্রেস প্রার্থীরা একটি পদও জিততে পারেননি। যা দেখে আইনজীবী মহলের বক্তব্য, বার অ্যাসোসিয়েশন বাম-কংগ্রেস কার্যত মুছে গেল।

[আরও পড়ুন: খাঁচা খুলতেই নদীতে ঝাঁপ! কুলতলিতে তাণ্ডবের পর বাইনের জঙ্গলে মিলিয়ে গেল বাঘ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement