Advertisement
Advertisement
টালা পার্ক

পুজো মণ্ডপ তৈরির জন্য কাটা হল গাছ! বিতর্কে টালা পার্ক প্রত্যয়

পুরসভাকে জানিয়েই গাছের উপরের অংশ কাটা হয়েছে, দাবি পুজো উদ্যোক্তাদের।

Tree cutting was done to constract Durga puja Pandal
Published by: Subhajit Mandal
  • Posted:July 8, 2019 9:40 pm
  • Updated:July 9, 2019 11:21 am  

অর্ণব আইচ: পুজো মণ্ডপ তৈরির জন্য টালা পার্কে কাটা হয়েছে গাছ। কলকাতা পুলিশের ফেসবুক পেজে করা এই অভিযোগ ঘিরে উত্তেজিত নেটিজেনরা। উত্তেজনা ছড়িয়ে পড়ে উত্তর কলকাতার টালা এলাকার বাসিন্দাদের মধ্যেও। ফেসবুকে অভিযোগ পাওয়ার পরই লালবাজারের পক্ষ থেকে টালা থানাকে সতর্ক করা হয়। টালা থানার পুলিশ টালা পার্ক প্রত্যয় দুর্গাপুজো মণ্ডপ লাগোয়া ওই গাছটি পরিদর্শন করেন। এক পুলিশ আধিকারিক জানান, তাঁরা পরিদর্শন করে দেখেছেন যে, তুলো বা কার্পাস গাছটির উপরের অংশের ডাল কাটা হয়েছে। কিন্তু পুরো গাছটি কাটা হয়নি।

[আরও পড়ুন: সব্যসাচীর বিরুদ্ধে অনাস্থার তোড়জোড়, পাশে বসেও ক্ষোভ চেপে রাখলেন না কৃষ্ণা]

ডিসি (নর্থ) দেবাশিস সরকার জানান, তাঁর কাছে গাছ কাটা নিয়ে কোনও অভিযোগ আসেনি। পুরসভার কাউন্সিলর জানান, মণ্ডপের ভিতর গাছটি ঢুকে গিয়েছিল। তাই শুধু উপরদিক থেকে পাঁচ ফুটের মতো অংশ কেটে ফেলা হয়। কিন্তু গোড়া থেকে গাছটি কাটা হয়নি। পুজো উদ্যোক্তাদের দাবি, তুলো গাছটি ঝড়ে নুয়ে পড়েছিল। পুজোর দর্শনার্থীদের উপর যাতে সেটি না পড়ে যায়, তাই গাছটির ডাল ছেঁটে দেওয়া হয়। যদিও এলাকার বাসিন্দাদের প্রশ্ন, পুজোর মণ্ডপ তৈরির জন্য গাছের একটি বড় অংশ কেটে ফেলার কী প্রয়োজন ছিল? গাছটি এড়িয়ে কি মণ্ডপ তৈরি করা যেত না? এলাকার বহু বাসিন্দাই পুজো কমিটির এই সিদ্ধান্তে বিরক্ত।

Advertisement

কলকাতা পুলিশের ফেসবুকে টালা এলাকারই এক বাসিন্দা অভিযোগ জানান, টালা পার্ক প্রত্যয় পুজো কমিটি মণ্ডপ তৈরি করতে গিয়ে গাছ কেটেছে। তিনি একটি ছবিও পোস্ট করেন। পরে ফের তিনি পোস্ট করে জানান, তাঁর কাছে খবর এসেছে যে, গোড়া থেকে গাছটি কেটে ফেলা হচ্ছে। পুলিশ তাঁকে আশ্বস্ত করে জানায়, ঘটনাস্থলে গিয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। যদিও পুলিশের দাবি, গোড়া থেকে গাছটি কাটা হয়নি। উপরের ডাল ছেঁটে ফেলা হয়েছে। কলকাতা পুরসভার এক নম্বর বরোর চেয়ারম্যান ও পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তরুণ সাহা জানান, তাঁর কাছে খবর, এই তুলোগাছটি মণ্ডপের ভিতর ঢুকে পড়েছিল। তাই পুজো উদ্যোক্তারা প্রায় ৫০ ফুট লম্বা গাছটির পাঁচ ফুট উপর থেকে ছেঁটে দেন। যে অংশ ছেঁটে ফেলা হয়েছে, তাতে একটি বিশেষ রাসায়নিক স্প্রে করে দেওয়া হয়েছে। এই রাসায়নিক দিলে তাড়াতাড়ি পাতা গজায় বলে দাবি৷

[আরও পড়ুন: শেষ মুহূর্তে সিদ্ধান্তবদল, পোস্তা উড়ালপুলের বিপজ্জনক অংশ এখনই ভাঙছে না রাজ্য]

টালা পার্ক প্রত্যয় পুজো কমিটির সেক্রেটারি শুভঙ্কর সাহা জানান, ফেসবুকে যা প্রচার হয়েছে, তা সম্পূর্ণ সত্যি নয়। গাছটিকে গোড়া থেকে কাটা হয়নি। তাঁরা পুরসভাকে জানিয়েই গাছের উপরের অংশ কাটার সিদ্ধান্ত নেন। যদিও মণ্ডপ তৈরির জন্য তাঁরা গাছটি উপর থেকে কেটেছেন, এমন দাবিও তিনি অস্বীকার করেন। শুভঙ্করবাবুর যুক্তি অনুযায়ী, গাছটি ঝড়ে এমনভাবে নুয়ে পড়েছিল, কোনও সময়ই ভেঙে পড়তে পারত। পুজোর সময় কোনও দুর্ঘটনাও ঘটতে পারত। গাছ কাটা যে অপরাধ, তা তাঁরা জানেন বলে দাবি পুজো উদ্যোক্তাদের। দুর্ঘটনা এড়াতেই তাঁরা গাছের উপরের অংশ কাটা ও ডালপালা ছাঁটার সিদ্ধান্ত নেন বলে জানান উদ্যোক্তারা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement