Advertisement
Advertisement
SKOCH Award

একাধিক নয়া ভাবনা, ভাল পরিষেবা, ফের স্কচ অ্যাওয়ার্ড এল রাজ্যের পরিবহণ দপ্তরে

'আরও ভাল পরিষেবা দিতে হবে', বললেন পরিবহণ মন্ত্রী।

Transport Department of West Bengal again receives SKOCH Award (Sliver) this year | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:May 4, 2023 9:30 pm
  • Updated:May 4, 2023 9:35 pm  

নব্যেন্দু হাজরা: ফের পরিবহণে স্বীকৃতি পেল রাজ্য সরকার। গতবছরের মতো এবারও পরিবহণ দপ্তরের ঝুলিতে এল স্কচ অ‌্যাওয়ার্ড (SKOCH Award)। ই-টিকিটিং সিস্টেম, জল পরিবহণ এবং অভিনব ভাবনায় সরকারি বাস ডিপোগুলোকে কাজে লাগানো – এই তিনটি বিভাগে ২০২৩ সালে এই পুরস্কার জিতল রাজ‌্য পরিবহণ দপ্তর। বৃহস্পতিবার রাতে এই খবর সংস্থার তরফে পরিবহণ দপ্তরকে জানানো হয়।

জানানো হয়েছে, স্কচ অ‌্যাওয়ার্ডে সিলভার (Silver) জিতেছে পরিবহণ দপ্তর। সেখানে পরিবেশবান্ধব ট্রামের ১৫০ বছরের কথাও উল্লেখ করা হয়েছে। ট্রামকে যেভাবে নতুন প্রজন্মের কাছে জনপ্রিয় করা হয়েছে, তা প্রশংসনীয়। ট্রাম লাইব্রেরি, ট্রাম মিউজিয়াম, ট্রাম ক্যাফে প্রশংসিত হয়েছে। এখনও প্রতি বছরই দেশের বিভিন্ন রাজ্যে সরকারি দপ্তরগুলোকে ভাল কাজের স্কীকৃতিসরূপ এই পুরস্কার দেওয়া হয়।

Advertisement

[আরও পড়ুন: বোর্ডের করা জরিমানার টাকা মেটাবেন না কোহলি, গম্ভীরের কী হবে?]

গত কয়েক বছর ধরেই বিভিন্ন সরকারি পরিষেবা জাতীয় স্তরে স্বীকৃতি পেয়েছে। আর তার জন্য প্রায় প্রতি বছরই বিভিন্ন পুরস্কার উঠছে মাথায়। ২০২২ সালে শিক্ষা, শিল্প, বন ও পরিবেশ সংক্রান্ত বিভাগে শীর্ষ স্থান পেয়েছিল বাংলা। পুরস্কার এসেছিল পরিবহণ দপ্তরেও। এদিকে এই খবরে স্বভাবতই খুশি পরিবহণ দপ্তরের কর্তা থেকে কর্মীরা। সকলকে ভাল কাজের জন‌্য শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিষ চক্রবর্তী। তিনি বলেন, ‘‘আমাদের আরও ভাল পরিষেবা দিতে হবে সাধারণ মানুষকে।’’ সরকারি বাস, ট্রাম, ভেসেলে যেভাবে ই-টিকিটিং ব‌্যবস্থা জনপ্রিয় হয়েছে, তা প্রশংসা কুড়িয়েছে।

[আরও পড়ুন: ‘আমি তো জীবন্ত লাশ’, মালদহে ‘তৃণমূলে নবজোয়ার’ মঞ্চ থেকে কেন একথা বললেন মমতা?]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement