Advertisement
Advertisement

Breaking News

Weather Update

বড়দিনের আগে কুয়াশার চাদরে ঢাকল বাংলা, দেরিতে চলছে ট্রেন, ব্যাহত বিমান পরিষেবাও

টেটের দিন পথে বেরিয়ে কুয়াশার কারণে প্রবল ভোগান্তির শিকার পরীক্ষার্থীরা।

Trains running late, air services disrupted due to fog | Sangbad Pratidin

ফাইল ছবি।

Published by: Tiyasha Sarkar
  • Posted:December 24, 2023 9:20 am
  • Updated:December 24, 2023 10:19 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড়দিনের আগের সকাল অর্থাৎ রবিবার কুয়াশায় মুড়ল পথঘাট। স্বাভাবিকভাবেই কমেছে দৃশ্যমানতা। একহাত দূরে থাকা জিনিসও দেখা যাচ্ছে না কুয়াশার কারণে। ফলে ট্রেন চলছে বেশ কিছুটা দেরিতে। বাস-গাড়ির গতিতেও লাগাম টেনেছে কুয়াশা। ব্যহত বিমান চলাচলও। 

হাওয়া অফিস আগেই জানিয়েছিল, বড়দিনে বাড়বে তাপমাত্রা। কার্যত সেই পূর্বাভাসই সত্যি হল। রবিবার সকাল থেকে পথঘাট কুয়াশায় মোড়ার পাশাপাশি তাপমাত্রা খানিকটা বেড়েছে। এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রির ঘরে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যার প্রভাবে মেঘলা থাকবে আকাশ। সেই সঙ্গে রয়েছে পশ্চিমী ঝঞ্চার প্রভাব। দুইয়ের  জোড়া ফলায় কমছে শীতের স্পেল থেকে সাময়িক বিরতি বাংলায়। এদিকে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরেও রয়েছে হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট। আপাতত দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা নেই।

Advertisement

[আরও পড়ুন: ব্রিগেডে ‘লক্ষ কণ্ঠে গীতাপাঠে’র আগে বিশেষ বার্তা প্রধানমন্ত্রীর, কী বললেন?]

আজ অর্থাৎ রবিবার টেট। সেই কারণে বাড়ানো হয়েছিল ট্রেন, বাস। কিন্তু কুয়াশার কারণে দেরিতে চলছে ট্রেন। বাসের ক্ষেত্রেই সমস্যা সেই কুয়াশা। যার জেরে প্রবল ভোগান্তির শিকার পরীক্ষার্থীরা। প্রসঙ্গত, বাংলায় বৃষ্টির সম্ভাবনা না থাকলেও উত্তর পশ্চিমের পার্বত্য এলাকায় বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। জম্মু-কাশ্মীর, লাদাখ, হিমাচলপ্রদেশ-সহ পার্বত্য এলাকায় ব্যাপক তুষারপাতের সম্ভাবনা। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে পাঞ্জাব, হরিয়ানা এবং উত্তরাখণ্ডের বেশ কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতেও কুয়াশার দাপট বজায় থাকবে।
 

[আরও পড়ুন: দম্পতির পরিচয় দিয়ে মায়াপুরে হোটেল ভাড়া, সকালেই উদ্ধার মহিলার দেহ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement