Advertisement
Advertisement

Breaking News

Train

ওভারহেড তার ছিঁড়ে বিপত্তি, শিয়ালদহ দক্ষিণ শাখায় বন্ধ ট্রেন চলাচল

প্রায় ঘণ্টাদুয়েক ধরে বন্ধ ট্রেন চলাচল।

Train service disrupted in Sealdah south section । Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Sayani Sen
  • Posted:October 27, 2023 9:12 pm
  • Updated:October 27, 2023 9:19 pm  

সুব্রত বিশ্বাস: ওভারহেড তার ছিঁড়ে বিপত্তি। পুজো কার্নিভ্যালের দিনই শিয়ালদহ দক্ষিণ শাখায় ঘণ্টার পর ঘণ্টা বন্ধ ট্রেন চলাচল। ভোগান্তির শিকার যাত্রীরা।

শুক্রবার সন্ধ্যা ৭টা ১০ মিনিট নাগাদ গড়িয়ায় ট্রেনের ওভারহেড তার ছিঁড়ে যায়। তার ফলে শিয়ালদহ দক্ষিণ শাখার আপ ও ডাউন লাইনে দাঁড়িয়ে পড়ে একের পর এক ট্রেন। লক্ষ্মীকান্তপুর, ক্যানিং, ডায়মন্ড হারবারে দাঁড়িয়ে পড়ে একের পর এক লোকাল ট্রেন। তার ফলে বিপাকে পড়েন নিত্যযাত্রীরা। অফিস থেকে বাড়ি ফেরার সময় সমস্যায় পড়েন অনেকেই। 

Advertisement

[আরও পড়ুন: বড় রানের খোঁজে শুভমান, কীভাবে অনুশীলন সারলেন ‘প্রিন্স’?]

আজ কলকাতার রেড রোডে পুজো কার্নিভ্যালের আয়োজন করা হয়। সেখানে শহরের বহু পুজো অংশ নেয়। বিজয়ার পরেও প্রতিমা দর্শনে রেড রোডমুখী হন অনেকেই। তারই মাঝে শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন বিভ্রাটে সমস্যা যে আরও গুরুতর আকার ধারণ করে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। ডাউন শাখায় আপাতত ট্রেন চলাচল শুরু হয়েছে। তবে আপ শাখায় প্রায় ঘণ্টাদুয়েক ধরে বন্ধ ট্রেন চলাচল। তার ফলে ভোগান্তির শিকার পথচলতিরা।  

[আরও পড়ুন: রামমন্দিরের উদ্বোধন ঘিরে চড়ছে উত্তেজনার পারদ, অযোধ্যায় বুক হয়ে গিয়েছে ৮০% হোটেলই!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement