সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঝেরহাট উড়ালপুল বিপর্যয়ের জেরে এখনও ব্যাহত রেল চলাচল৷ দুর্ঘটনা এড়াতে মাঝেরহাট স্টেশন দিয়ে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়৷ ঘুর পথে চালানো হচ্ছে একাধিক লোকাল ট্রেন৷ ব্রিজ ভেঙে পড়ার ঘটনায় রেলের একটি সিগন্যাল পোস্টের ক্ষতি হওয়ায় চলছে সংস্কারের কাজ৷
পূর্ব রেল সূত্রে খবর, একবার ব্রিজের একাংশ ভেঙে পড়ায় আশপাশের অংশে দুর্বল হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে৷ ফলে, ঝুঁকি নিয়ে ট্রেন চালাতে নারাজ রেল কর্তৃপক্ষ৷ ফলে, মাঝেরহাট স্টেশন এড়িয়ে ট্রেন চলাচলের উপর গুরুত্ব বাড়ানো হয়েছে৷ বুধবার সকালে মাঝেরহাটগামী সমস্ত লোকাল ট্রেনের গতিপথ নিয়ন্ত্রিত করা হয়েছে৷ বনগাঁ-মাঝেরহাট রুটের ট্রেনগুলিকে ভায়া কাঁকুরগাছি হয়ে বালিগঞ্জ স্টেশন পর্যন্ত নিয়ে যাওয়া হচ্ছে৷ মেন লাইনের নৈহাটি-বজবজের রুটে একইভাবে যাত্রাপথ নিয়ন্ত্রণ করা হচ্ছে বলে খবর৷ জানা গিয়েছে, শিয়ালদহ-নিউ আলিপুর ও মাঝেরহাট-বজবজের মধ্যে ট্রেন চালানো শুরু হয়েছে৷ বালিগঞ্জ-দত্তপুকুর লোকাল, বালিগঞ্জ-কাঁকুরগাছি রুট দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে৷ দুর্ঘটনার পর বালিগঞ্জ-দত্তপুকুর লোকাল ও নিউ আলিপুর ও মাঝেরহাটের মধ্যে দাঁড় করিয়ে দেওয়া হয়৷ বাতিল করা হয় চার জোড়া লোকাল ট্রেন৷ বুধবার সকাল পর্যন্ত কোনও ট্রেন বাতিল হওয়ার খবর পাওয়া যায়নি৷ চক্ররেলে ট্রেন চলেছে দমদম থেকে বিবাদি বাগ স্টেশন পর্যন্ত৷ একইভাবে বন্ধ বিপর্যস্ত বালিগঞ্জ-বজবজ রুটের ট্রেন চলাচল৷
[মেট্রোর কাজেই কি বিপর্যয়? সেতুভঙ্গের পর জোরাল হচ্ছে প্রশ্ন]
রেল সূত্রে খবর, সাধারণত ওভারব্রিজের ক্ষেত্রে লাইনের উপরের অংশটি তৈরির দায়িত্ব থাকে রেলের৷ বাকি অংশটি তৈরির দায়িত্ব রাজ্যের৷ এ ক্ষেত্রে রেল জানিয়েছে, যে অংশটি ভেঙে পড়েছে, সেটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব রেলের ছিল না৷ ফলে ঘটনার দায় কোনওভাবেই রেলের নয়৷ তবে, দুর্ঘটনার জেরে ট্রেন চলাচলে সমস্যা দেখা দিলেও গতিপথ নিয়ন্ত্রণ করে পরিস্থিতি লাগাম টানার চেষ্টা চালানো হচ্ছে বলে খবর৷
[মাঝেরহাটে বিপর্যয়ের জের, যাতায়াতের বিকল্প ট্রাফিক রুট চালু পুলিশের]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.