অর্ণব দাস, বারাসত: ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন দুই যুবক। শুক্রবার রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটে দমদম ও বেলঘড়িয়া স্টেশনের মাঝে। অন্যদিকে, দমদম স্টেশনে ছিনতাইবাজের পাল্লায় পড়ে গুরুতর আহত হলেন এক মহিলা। আপাতত হাসপাতালে চিকিৎসাধীন তিনি।
জানা গিয়েছে, গতকাল রাতে দমদম ও বেলঘড়িয়া স্টেশনের (Belgharia Station) মাঝে শিয়ালদহ মেন লাইনে (Sealdah Main Line) মর্মান্তিক ঘটনা ঘটে। বেলঘড়িয়া সিসিআর ব্রিজের নিচে আপ ট্রেন ধাক্কায দেয় দুই যুবককে। মৃতদের মধ্যে একজনের নাম সদানন্দ বণিক(২৬)। পেশায় গাড়ি চালক। আর একজন রাজু মণ্ডল (৩২)। পেশায় মৎস্য ব্যবসায়ী। রেললাইন পার হতে গিয়েই এই দুর্ঘটনা ঘটে বলে খবর। সেই সময় আপ ট্রেন ঢোকে ওই লাইনে। তখনই ওই ট্রেন ধাক্কা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের।
কিছুক্ষণের জন্য ওই লাইনে রেল চলাচল বন্ধ রাখা হয়। খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ। মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। স্বাভাবিকভাবেই এমন ঘটনায় শোকের ছায়া পরিবারে।
এদিকে ব্যাগ ছিনতাই করতে গিয়ে চলন্ত ট্রেন থেকে মহিলাকে ধাক্কা দেয় ছিনতাইবাজ। নিয়ন্ত্রণে হারিয়ে পড়ে গুরুতর আহত হন তিনি। আপ শিয়ালদহ-হাসনাবাদ লোকালে ব্যাগ ছিনতাইয়ের চেষ্টা করছিল অভিযুক্ত। তখনই তার ধাক্কায় ট্রেন পড়ে যান নিউ বারাকপুরের মহিলা। রেল লাইন থেকে উঠে কোনওক্রমে স্টেশনে উঠে আসেন আহত তিনি। খবর পেয়ে তাঁকে উদ্ধার করে আরপিএফ। আর জি কর হাসপাতালে ভরতি করা হয় তাঁকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.