Advertisement
Advertisement

Breaking News

রেললাইনে মাছবাজার, দুটি ট্রেনের মাঝে পড়ে চম্পাহাটিতে মৃত ৩

প্রশাসন ও রেলের ভূমিকায় প্রশ্ন।

Train mows 3 to death in Champahati Station

প্রশাসন ও রেলের ভূমিকায় প্রশ্ন।

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 2, 2017 4:47 am
  • Updated:July 2, 2017 5:33 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রেললাইনের লাগোয়া মাছবাজার। ট্রেনের হর্ন খেয়াল করেননি বাজারে আসা লোকজন। দুদিকে দ্রুতগতিতে আসা ট্রেনের মাঝে পড়ে মৃত্যু হল তিনজনের। রবিবার সকাল সাড়ে ছটা নাগাদ শিয়ালদহ-ক্যানিং শাখার চম্পাহাটি স্টেশনে এই ঘটনা ঘটে। ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। বারুইপুর মহকুমা হাসপাতালে আরও একজন মারা যান।

[সোনারপুরে জামাই খুনে আটক শ্বশুর, চাঞ্চল্য]

দক্ষিণ ২৪ পরগনার চম্পাহাটি স্টেশনের পাশে রয়েছে বড় মাছবাজার। ভোররাত থেকে সেখানে মাছ কেনাবেচা হয়। স্থানীয় সূত্রে খবর, ভাঙড়ের তাড়দা থেকে তিনজন ওই বাজারে এসেছিলেন। শিয়ালদহ-ক্যানিং শাখার চম্পাহাটি স্টেশন লাগোয়া বাজারে রবিবার ছিল ভাল ভিড়। এদিন সকাল সাড়ে ছটা নাগাদ শিয়ালদহগামী একটি আপ ট্রেন প্ল্যাটফর্মে ঢোকে। ট্রেনটি ছাড়ার সময় লাইনের পাশে থাকা ক্রেতাদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। এই সময় ডাউন লাইন দিয়ে আরও একটি ট্রেন চম্পাহাটি স্টেশনে ঢুকেছিল। এমন সময় লাইন পেরোতে গিয়েছিলেন তিনজন। প্রথমে আপ ট্রেনের ধাক্কা খেয়ে লাইনের ধারে ছিটকে পড়েন তারা। উলটোদিকের ডাউন লাইনে আসা আরও একটি ট্রেনের মুখে পড়েন তিনজন। লাইনের ধারে থাকা লোকজন চেঁচামেচি করেও তাদের সতর্ক করতে পারেননি। ঘটনাস্থলে এক বৃদ্ধা ও মাঝবয়সি ব্যক্তি মারা যান। গুরুতর আহত হন এক মাঝবয়সি মহিলা। তাঁকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয়। দেহগুলি জিআরপি উদ্ধার করেছে। প্রাথমিক তদন্ত পুলিশ জানতে পেরেছে তিনজন একই পরিবারের সদস্য। নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

Advertisement

[‘ডক্টরস ডে’তে ঝাড়গ্রামে কিশোরীর দেহে মিলল তিনটি কিডনি]

এলাকার বাসিন্দাদের বক্তব্য, নিয়মের তোয়াক্কা না করেই লাইনের গা-ঘেঁষে ব্যবসায়ীরা মাছ নিয়ে বসেন। সংকীর্ণ জায়গায় মাছ কিনতে এসে তাই বিপদে পড়েন ক্রেতারা। এমনকী ট্রেন চলে গেলের লাইনের ওপর ঝুঁকি নিয়ে চলে বেচাকেনা। স্টেশন লাগোয়া রেলগেটের ওপরও তারা মাছ নিয়ে বসে পড়েন। স্থানীয়দের অভিযোগ, রেল ও প্রশাসন বিষয়টি নিয়ে সেভাবে উদ্যোগ না নেওয়ায় এই ঘটনা ঘটে গেল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement