সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওভারহেড তার ছিঁড়ে বিপত্তি৷ সন্ধ্যায় ভরা অফিস টাইমে শিয়ালদহ মেন শাখায় বন্ধ ট্রেন চলাচল৷ শুক্রবার সন্ধ্যায় আচমকাই দমদম ও বিধাননগর স্টেশনে মাঝে ছিঁড়ে যায় ওভারহেড তার৷ শেষ খবর অনুযায়ী, ডাউন লাইনে বিভিন্ন স্টেশনে দাড়িয়ে একাধিক লোকাল ট্রেন৷ ব্যাহত আপ লাইনে ট্রেন চলাচল৷ দুর্ভোগের একশেষ অফিসফেরত নিত্যযাত্রীদের৷ ঘটনার প্রভাব পড়েছে বনগাঁ ও হাসনাবাদ শাখায়ও৷
রেল সূত্রে খবর, দমদম জংশন ও বিধাননগরের মাঝে ডাউন লাইনে ওভারহেড তার ছিঁড়ে শিয়ালদহ মেইন, বনগাঁ ও হাসনাবাদ শাখায় ট্রেন চলাচল কার্যত বন্ধ৷ বাতিল করা হয়েছে একাধিক ট্রেন৷ শিয়ালদহ স্টেশনে ঢুকতে পারছে না লোকাল ট্রেন৷ ফলে আপ ট্রেনের উপর প্রভাব পড়ছে৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যুদ্ধকালীন তৎপরতায় ওভারহেড তার মেরামতির কাজ চলছে৷
এমনিতেই ইছাপুর থেকে বারাকপুর স্টেশন পর্যন্ত সিগন্যালিং সিস্টেমের সংস্কারের জন্য শুক্রবার থেকেই ১৫৮টি লোকাল ট্রেন বাতিল করেছে রেল কর্তৃপক্ষ৷ আগামী চারদিন ধরেই চলবে সিগন্যালিংয়ের মেরামতির কাজ৷ ফলে নিত্যযাত্রীদের ভোগান্তি আরও বেড়েছে৷
[নবান্নে বসেই চাকরি দেওয়ার নামে ঘুষ চেয়ে ফোন! গ্রেপ্তার ২]
অফিস টাইম তো বটেই, এছাড়াও দিনের যেকোনও সময়েই শিয়ালদহ মেন শাখার ট্রেনে সাধারণত বাদুড়ঝোলা হয়েই যাতায়াত করতে হয় যাত্রীদের৷ রোজই এই সমস্যায় জেরবার হন আমজনতা৷ তারউপর ওভারহেড তার ছিঁড়ে যাওয়ায় শিয়ালদহ, উল্টোডাঙা ও দমদম স্টেশনে যাত্রীদের ভিড় উপচে পড়তে শুরু করেছে৷ পরিস্থিতি যা, তাতে যাত্রীদের জন্য স্পেশাল ট্রেনের ব্যবস্থা না হলে ভিড় সামলানো যাবে না বলে মনে করা হচ্ছে৷
জানা গিয়েছে, আগামী চারদিন শিয়ালদহ মেন শাখায় বাতিল থাকছে ১৫৮টি লোকাল ট্রেন৷ রেলের তরফে জানানো হয়েছে, ইছাপুর থেকে বারাকপুরের মাঝে এখনও পর্যন্ত স্বয়ংক্রিয় সিগন্যালিংয়ের ব্যবস্থা ছিল না৷ এবার ওই অংশেও স্বয়ংক্রিয় সিগন্যালিংয়ের কাজ শুরু হয়েছে৷ আগামী চারদিন ধরে চলবে এই কাজ৷ যার জেরে শিয়ালদহ মেন শাখায় ১৫৮টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে৷ তবে ট্রেন বাতিলের জেরে যাত্রীদের ভোগান্তি যে হবে, সেকথা স্বীকার করে নিয়েছে রেল কর্তৃপক্ষ৷ বৃহস্পতিবার থেকেই বিভিন্ন স্টেশনে স্টেশনে রেলের তরফে ট্রেন বাতিলের কথা ঘোষণা করা হয়৷ এ বিষয়ে যাত্রীদের সহযোগিতা করারও আবেদন জানায় রেল কর্তৃপক্ষ৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.