Advertisement
Advertisement

ট্রেন পরিষেবায় গাফিলতি, ৬ ঘণ্টা অবরোধ শিয়ালদহ দক্ষিণে

যাত্রী বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে হোটর স্টেশন৷

Train delay for long hours,passengers go for strike for 6 hours
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 24, 2016 2:44 pm
  • Updated:January 14, 2020 6:19 pm  

স্টাফ রিপোর্টার: সময়ে ট্রেন না চলায় সোমবার সকালে দফায় দফায় রেল অবরোধে বিপর্যস্ত হল শিয়ালদহ দক্ষিণ শাখার পরিষেবা৷ প্রথমে শিয়ালদহ-ডায়মন্ডহারবার শাখার হোটর স্টেশন, পরে দক্ষিণ দুর্গানগর স্টেশনে এই অবরোধ হয়৷ প্রায় সাড়ে পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে চলল অবরোধ৷ যার ফলে সপ্তাহের প্রথম দিনই চরম দুর্ভোগে পড়েন নিত্যযাত্রীরা৷ রেল কর্তৃপক্ষের দাবি, শিয়ালদহ দক্ষিণ শাখায় একটি জায়গায় লাইনে ফাটল থাকার খবর আসে তাদের কাছে৷ সে কারণেই লাইন পরীক্ষার জন্য ট্রেন কিছুটা দেরিতে চলে৷ সাধারণ মানুষের নিরাপত্তার কথা ভেবেই তা করা হয়েছিল৷ তাতেই যাত্রীরা অবরোধ করে বসেন৷ সকাল সাতটা থেকে শুরু হয় অবরোধ৷ বেলা পর্যন্ত তা চলে৷ সাড়ে ১২ টা নাগাদ অবরোধ ওঠে৷ ওই লাইনে চলা বেশ কয়েকটি ডায়মন্ডহারবার এবং মগরাহাট লোকাল বাতিল করে দেওয়া হয়৷ অনেকেই ট্রেন থেকে নেমে বাড়ি ফিরে যান৷ প্রায় হাজার দুয়েক যাত্রী লাইনে নেমে অবরোধ করেন৷ আরপিএফ এবং জিআরপির তরফে অবরোধ তোলার চেষ্টা করা হয়৷ বেলা সাড়ে ১২টা নাগাদ অবরোধ ওঠে৷ হাওড়া থেকে শিয়ালদহ! সময়ে ট্রেন না চলাটাই এখন রেওয়াজ৷ ফলে রোজই স্কুল, কলেজ, অফিসে পৌঁছতে দেরি হয় যাত্রীদের৷ মাঝেমধ্যেই চলে বিক্ষোভ৷ কিন্তু পরিস্থিতি বদলায় না৷

এদিনও সকাল থেকেই তাই যাত্রী বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে হোটর স্টেশন৷ পর পর আটকে পড়ে ডায়মন্ডহারবার লোকাল৷ যাত্রীদের অভিযোগ, রোজই শিয়ালদহগামী ট্রেন প্রায় ২০-২৫ মিনিট দেরিতে চলে৷ ফলে গন্তব্যে পৌঁছতে তাঁদের দেরি হয়ে যায়৷ প্রবল ভিড়ে অনেকেই ট্রেনে উঠতে পারেননা৷ তাই হোটর স্টেশনের যাত্রীদের দাবি, একটা হোটর লোকাল যেন এখান থেকে চালানো হয়৷ রেলকর্তৃপক্ষের তরফে বিষয়টি নিয়ে অবশ্য বিশেষ কিছু বলা হয়নি৷ প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা পর অবরোধ উঠলেও অবস্থা স্বাভাবিক হতে দুপুর গড়িয়ে যায়৷ অবরোধের ফলে অফিসযাত্রী থেকে পরিচারিকা, কেউই গন্তব্যে পৌঁছাতে পারেননি৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement