Advertisement
Advertisement

Breaking News

ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু, ধুন্ধুমার সোদপুর স্টেশন

শিয়ালদহ মেইন লাইনে ট্রেন চলাচল বিপর্যস্ত।

train crushes passenger to death, protest at sodepur station
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 19, 2017 11:29 am
  • Updated:January 19, 2017 12:49 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক : ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু ঘিরে রণক্ষেত্র সোদপুর স্টেশন। ভাঙচুর করা হল স্টেশন মাস্টারের কেবিন। দেহ আটকে রেখে প্রায় ১ ঘণ্টা ধরে চলছে ট্রেন অবরোধ। অবরোধের জেরে শিয়াদহ মেন লাইনে ট্রেন চলাচল বিপর্যস্ত।

sodepur_web

Advertisement

বৃহস্পতিবার সকালে লাইন পার হওয়ার সময় আচমকাই ঢুকে পড়ে শিয়ালদহগামী আপ কৃষ্ণনগর গ্যালপিং। স্থানীয়দের অভিযোগ, ট্রেন ঢোকার আগে কোনওরকম ঘোষণা করা হয়নি। এর জেরেই প্রাণ হারাতে হল ওই বৃদ্ধকে।  দিনের পর দিন এমন ঘটনা ঘটছে বলেও অভিযোগ করেন তাঁরা।

এরপরই শুরু হয় রেল অবরোধ। আটকে পড়ে একের পর এক মেইন লাইনের ট্রেন। ব্যাহত হয়  শিয়ালদহ মেইন শাখায় ট্রেন চলাচল। ব্যস্ত সময়ে চরম ভোগান্তিতে পড়েন নিত্যযাত্রীরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement