Advertisement
Advertisement

Breaking News

Kolkata

পাঞ্জাবের ২ যুবতীকে চাকরি দেওয়ার নামে কলকাতার পানশালায় নর্তকী বানানোর ছক, গ্রেপ্তার ৩

কসবা থেকে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তদের।

Trafficking racket busted in Kolkata, 3 arrested। Sangbad Pratidin
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:September 22, 2023 7:54 pm
  • Updated:September 22, 2023 7:59 pm  

অর্ণব আইচ: ইভেন্ট ম‌্যানেজমেন্ট সংস্থায় চাকরি দেওয়ার নাম করে পাঞ্জাবের দুই যুবতীকে কলকাতায় ‘পাচার’। তাঁদের একটি ফ্ল‌্যাটে আটকে রেখে কষা হচ্ছিল পানশালার নর্তকী বানানোর ছক। এমনকী যুবতীদের কাছ থেকে নেওয়া হয় টাকাও। সূত্রের খবর পেয়ে বৃহস্পতিবার গভীর রাতে দক্ষিণ কলকাতার কসবা থেকে দুই যুবতীকে উদ্ধার করেন লালবাজারের গোয়েন্দারা।

এই ব‌্যাপারে চক্রের তিনজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। ওই তিনজন কসবার ওই ফ্ল‌্যাটে যুবতীদের পাহারায় ছিল। তাঁদের মধ্যে মহম্মদ ফয়জল উত্তর প্রদেশ ও চাঁদবাবু বিহারের বেগুসরাই এবং সুবোধ কুমার বিহারের মুজফ্ফরপুরের বাসিন্দা। এই চক্রের দুই মাথা ভিনরাজ‌্য থেকেই অন‌্যদের নির্দেশ দিতেন।  

Advertisement

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে কলকাতা পুলিশের এক আধিকারিকের কাছে খবর আসে, কসবার রাজডাঙা মেন রোডের একটি ফ্ল‌্যাটের ভিতর ভিনরাজ্যের দুই যুবতীকে আটকে রাখা হয়েছে। তাঁরা বাইরে যাওয়ার চেষ্টা করলেও তাঁদের বেরতে দেওয়া হচ্ছে না। ওই আধিকারিকের কাছ থেকে লালবাজারের গোয়েন্দা বিভাগের এক অ‌্যাসিস্ট‌্যান্ট কমিশনার পদের আধিকারিক খবরটি পান। গভীর রাতেই গোয়েন্দা পুলিশ ওই ফ্ল‌্যাটটি ঘিরে ফেলে তল্লাশি চালায়। ফ্ল‌্যাটের লক ভেঙে ভিতর থেকে পাঞ্জাবের ওই দুই যুবতীকে উদ্ধার করা হয়।  

[আরও পড়ুন: রাজ্য সরকারের কাউন্সিল আইনকে চ্যালেঞ্জ, দ্রুত ছাত্রভোটের দাবিতে হাই কোর্টে মামলা]

গোয়েন্দারা জানিয়েছেন, ওই দুই যুবতী পাঞ্জাবের খুবই সাধারণ পরিবারের। তাঁরা কখনও পাঞ্জাবের ইভেন্ট ম‌্যানেজমেন্ট সংস্থা, আবার কখনও মহিলা নিরাপত্তারক্ষীর কাজ করতেন। সম্প্রতি ওই চক্রের এজেন্টদের সঙ্গে যুবতীদের যোগাযোগ হয়। তারা ওই যুবতীদের বলেন, কলকাতায় একটি ইভেন্ট ম‌্যানেজমেন্ট সংস্থায় মোটা বেতনের চাকরি রয়েছে। কিন্তু ওই চাকরির জন‌্য সিকিউরিটি মানি জমা দিতে হবে। দুই যুবতী চাকরি পেতে চক্রের সদস‌্যদের ৫০ হাজার টাকা জোগাড় করে দেন।  

দুদিন আগে যুবতীদের হাওড়া স্টেশন থেকে কসবার ফ্ল‌্যাটে নিয়ে আসা হয়। কিন্তু এখানে আসার পর দুজনকে বলা হয়, কলকাতা ও প্রয়োজনে শহরের বাইরে পানশালায় নর্তকীর কাজ করতে হবে। দুজনই আপত্তি জানান। তাঁরা টাকা ফেরত চেয়ে বাড়ি চলে যেতে চান। এর পরই তাঁদের উপর শুরু হয় অত‌্যাচার। ফ্ল‌্যাটে আটকে রাখা হয়। এমনকী মাদকাসক্ত করার চেষ্টাও করা হয় তাঁদের। ওই ফ্ল‌্যাটের মালিক এই চক্রেরই এক মাথা। দুই যুবতীকে উদ্ধার করে পুলিশ হোমে পাঠিয়েছে। শুক্রবার চক্রের তিন ধৃতকে আলিপুর আদালতে তোলা হলে তাঁদের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক। ধৃতদের জেরা করে ভিনরাজ্যের চক্রের দুই মাথার সন্ধান চলছে বলে জানিয়েছে পুলিশ। 

[আরও পড়ুন: পুর নিয়োগ দুর্নীতি মামলা: বিভিন্ন পুরসভার কর্মীদের নিজাম প্যালেসে তলব সিবিআইয়ের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement