ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায় ও দিশা ইসলাম: নিউটাউনের (New Town) নো পার্কিং এলাকাতে গাড়ি রাখলেই গুনতে হত কড়কড়ে ৫০০ টাকা। যা নিয়ে মানুষের মধ্যে বেড়েছিল ক্ষোভ। অথচ এই পার্কিং ফি-এর বিষয় জানতেই না রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষের ক্ষোভের কথা জানতে পেরেই তড়িঘড়ি ওই জরিমানা প্রত্যাহারের নির্দেশ দিলেন মানবিক মুখ্যমন্ত্রী। যদিও নিউটাউন ট্রাফিক গার্ডে এবিষয়ে এখনও কোনও নির্দেশিকা পৌঁছয়নি। এর আগে একইভাবে কলকাতা পুরসভার বর্ধিত পার্কিং ফিও প্রত্যাহার করা হয়েছিল।
বৃহস্পতিবার সকালে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) টুইট করে জরিমানা প্রত্যাহারের কথা জানান। টুইটারে তিনি লেখেন, “নিউটাউনের বাজারে ট্রাফিক ফাইন ৫০০ টাকা যেটি এনকেডিএ চালু করেছিল, তা আপত্তিকর, বিভ্রান্তিকর ও জনবিরোধী। মুখ্যমন্ত্রী জানতেন না।” মানুষের হয়রানির কথা জানতে পেরেই মুখ্যমন্ত্রী এই ফাইনের সিদ্ধান্ত প্রত্যাহার ও বাতিল করার নির্দেশ দিয়েছেন বলে জানান তৃণমূল মুখপাত্র।
এ প্রসঙ্গে নিউটাউনের ট্রাফিক পুলিশ সূত্রে খবর, এখনও কোনও নির্দেশিকা আসেনি। যদি পরবর্তীকালে নির্দেশিকা আসে তা মেনে কাজ চলবে। এ প্রসঙ্গে এনকেডিএর রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, “এর সঙ্গে এনকেডিএর কোনও যোগ নেই। এটা বিধাননগর কমিশনারেটের ব্যাপার।” এনকেডিএ-র চেয়ারম্যান দেবাশিস সেনের বক্তব্য, “নিউটাউনে ৫০০ টাকা জরিমানা আমাদের চালু নেই। তবে আমাদের কিছু কিছু জায়গায় পার্কিং জোন রয়েছে। সেখান থেকে পার্কিং চার্জ নেওয়া হয়। নো পার্কিং দেখার বিষয় পুলিশের।” উল্লেখ্য, সম্প্রতি নিউটাউন বাজারে গাড়ি রাখলে ৫০০ টাকা করে জরিমানা করা হচ্ছিল।
ইতিপূর্বে কলকাতা পুরসভার তরফে পার্কিং চার্জ বৃদ্ধি করা হয়েছে পুরসভা অধীনস্থ এলাকায়। অস্বাভাবিক ফি বৃদ্ধিতে বিপাকে পড়েছিল আমজনতা। পরে মুখ্যমন্ত্রীর নির্দেশে সেই ফি প্রত্যাহার হয়। এবার সেই একই ঘটনা ঘটল নিউটাউনেও।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.