সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেশ কয়েকদিন পর কলকাতায় বৃষ্টি কিছুটা কম। এই সুযোগকে হাতছাড়া না করে পুজোর আগে শপিংয়ে বেরনোর ভাবনাচিন্তা করছেন অনেকেই। তবে বৃহস্পতিবার দুপুরের পরই প্রাপ্য আদায়ের দাবিতে রাজভবনমুখী তৃণমূল। রবীন্দ্রসদনের সামনেই জমায়েত। তার ফলে ব্যাপক যানজটের আশঙ্কা। বাড়ি থেকে বেরনোর আগে জেনে নিন কোন পথে এগোবে মিছিল।
তৃণমূল সূত্রে খবর, রবীন্দ্রসদনের মোহরকুঞ্জের সামনে জমায়েত করবেন তৃণমূল কর্মী-সমর্থকরা। দুপুর আড়াইটে থেকে জমায়েত শুরু হবে। জওহরলাল নেহরু রোড ধরে এগোবে মিছিল। পার্ক স্ট্রিট ক্রসিং পেরিয়ে এসপ্ল্যানেড থেকে বামদিকে যাবে মিছিলটি। রানি রাসমণি অ্যাভিনিউ ধরে সোজা এগিয়ে রেড ক্রস রোড ধরে রাজভবনের নর্থ গেটে পৌঁছবে ওই মিছিলটি। তার ফলে কলকাতার পার্ক স্ট্রিট, এসপ্ল্যানেডে তীব্র যানজটের আশঙ্কা করা হচ্ছে।
কলকাতার পাশাপাশি বিভিন্ন জেলা থেকেও দলে দলে তৃণমূল কর্মীরা আসবেন। সেখান থেকে মিছিল করে রাজভবনের উদ্দেশে রওনা দেবেন লক্ষাধিক তৃণমূল কর্মী। প্রতিবাদ সভা শেষে প্রতিনিধিরা রাজভবনে যাবেন। দিল্লিতে নিয়ে যাওয়া কেন্দ্রকে লেখা ৫০ লক্ষ চিঠি রাজভবনে জমা দেওয়া হবে। তবে বর্তমানে উত্তরবঙ্গে রয়েছেন রাজ্যপাল। সেখান থেকেই সোজা দিল্লির উদ্দেশে রওনা দেওয়ার কথা তাঁর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.