Advertisement
Advertisement

Breaking News

Raj Bhavan rally

মিছিলে যানজটের আশঙ্কা, কোন পথে তৃণমূলের রাজভবন অভিযান?

রবীন্দ্রসদনে জমায়েত তৃণমূল কর্মী-সমর্থকদের।

Traffic chaos likely in Kolkata as TMC to embark on Raj Bhavan rally । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:October 5, 2023 1:09 pm
  • Updated:October 5, 2023 1:21 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেশ কয়েকদিন পর কলকাতায় বৃষ্টি কিছুটা কম। এই সুযোগকে হাতছাড়া না করে পুজোর আগে শপিংয়ে বেরনোর ভাবনাচিন্তা করছেন অনেকেই। তবে বৃহস্পতিবার দুপুরের পরই প্রাপ্য আদায়ের দাবিতে রাজভবনমুখী তৃণমূল। রবীন্দ্রসদনের সামনেই জমায়েত। তার ফলে ব্যাপক যানজটের আশঙ্কা। বাড়ি থেকে বেরনোর আগে জেনে নিন কোন পথে এগোবে মিছিল।

তৃণমূল সূত্রে খবর, রবীন্দ্রসদনের মোহরকুঞ্জের সামনে জমায়েত করবেন তৃণমূল কর্মী-সমর্থকরা। দুপুর আড়াইটে থেকে জমায়েত শুরু হবে। জওহরলাল নেহরু রোড ধরে এগোবে মিছিল। পার্ক স্ট্রিট ক্রসিং পেরিয়ে এসপ্ল্যানেড থেকে বামদিকে যাবে মিছিলটি। রানি রাসমণি অ্যাভিনিউ ধরে সোজা এগিয়ে রেড ক্রস রোড ধরে রাজভবনের নর্থ গেটে পৌঁছবে ওই মিছিলটি। তার ফলে কলকাতার পার্ক স্ট্রিট, এসপ্ল্যানেডে তীব্র যানজটের আশঙ্কা করা হচ্ছে।

Advertisement

[আরও পড়ুন: ডেঙ্গু, ম্যালেরিয়ার মাঝে বঙ্গে থাবা কালাজ্বরের, প্রাণহানিতে বাড়ছে উদ্বেগ]

কলকাতার পাশাপাশি বিভিন্ন জেলা থেকেও দলে দলে তৃণমূল কর্মীরা আসবেন। সেখান থেকে মিছিল করে রাজভবনের উদ্দেশে রওনা দেবেন লক্ষাধিক তৃণমূল কর্মী। প্রতিবাদ সভা শেষে প্রতিনিধিরা রাজভবনে যাবেন। দিল্লিতে নিয়ে যাওয়া কেন্দ্রকে লেখা ৫০ লক্ষ চিঠি রাজভবনে জমা দেওয়া হবে। তবে বর্তমানে উত্তরবঙ্গে রয়েছেন রাজ্যপাল। সেখান থেকেই সোজা দিল্লির উদ্দেশে রওনা দেওয়ার কথা তাঁর।

[আরও পড়ুন: সাতপাক ছাড়া হিন্দু বিবাহ অবৈধ, মন্তব্য এলাহাবাদ হাই কোর্টের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement