Advertisement
Advertisement

Breaking News

Thakurpukur

ঠাকুরপুকুরে শ্লীলতাহানিতে অভিযুক্ত টোটোচালক, ছবি আঁকিয়ে পুলিশের হাতে ধরিয়ে দিল নাবালিকা

ধৃতকে এদিন আদালতে তোলা হয়েছে।

Toto driver arrested of physical assault in Thakurpukur
Published by: Suhrid Das
  • Posted:March 24, 2025 2:27 pm
  • Updated:March 24, 2025 2:55 pm  

অর্ণব আইচ: বড় সাফল্য পেল কলকাতা পুলিশ। অভিযুক্তকে ধরতে পোট্রেট আঁকানো হয়েছিল। সেই ছবির সূত্র ধরেই খোঁজাখুঁজিতে গ্রেপ্তার করা হল অভিযুক্তকে। খাস দক্ষিণ কলকাতায় নাবালিকাকে যৌন হেনস্তার অভিযোগ উঠেছিল এক টোটোচালকের বিরুদ্ধে। আজ সোমবার সকালে অভিযুক্ত ওই প্রৌঢ় ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর। ধৃত ব্যক্তির নাম শেখ সেলিম, সে চেতলার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি চলতি মাসের ১৮ তারিখের। ঠাকুরপুকুরের শিলপাড়া এলাকায় এক নাবালিকা সেদিন সন্ধ্যার পর বাড়ি ফেরার জন্য একটি টোটোয় উঠেছিল। ওই প্রৌঢ় টোটোচালক ওই এলাকায় অপরিচিত বলে খবর। অভিযোগ, টোটোতে নিয়ে যাওয়ার সময় ওই নাবালিকাকে খারাপভাবে স্পর্শ করতে থাকে। শুধু তাই নয়, ঠাকুরপুকুর বাজার পর্যন্ত ডি এইচ রোডের ধারে একটি ফাঁকা জায়গায় ওই নাবালিকার উপর যৌন নির্যাতনও চালানো হয় বলে অভিযোগ। রাত পৌনে নটা থেকে নটার মধ্যে এই ঘটনা ঘটে।

Advertisement

পরে কোনওরকমে ওই নাবালিকা নিজের বাড়িতে ফিরে আসে। পরিবারের লোকজনের গোটা বিষয়টি জানানো হয়। পরদিন ১৯ মার্চ পরিবারের পক্ষ থেকে ঠাকুরপুকুর থানায় লিখিত অভিযোগ করা হয়। তদন্তে নেমে ওই ব্যক্তির খোঁজ শুরু হয়। কিন্তু স্থানীয় টোটোচালকরা ওই ব্যক্তির সন্ধান দিতে পারেন না। ওই এলাকার রাস্তার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। কিন্তু সেখানেও ওই ব্যক্তিকে চিহ্নিত করা সম্ভব হয়নি। এরপরই শিল্পীকে ডেকে নাবালিকার বর্ণনা নিয়ে অভিযুক্তের পোট্রেট আঁকানো হয়। সেই ছবি বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হয়। আর তাতেই মিলল সাফল্য।

চেতলা এলাকা থেকে ওই ব্যক্তির খোঁজ মেলে। শেখ সেলিম চেতলা এলাকার বাসিন্দা বলেই জানা গিয়েছে। পুলিশ এদিন তাকে গ্রেপ্তার করে। আজই ধৃতকে আদালতে তোলা হয় বলে খবর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub