স্টাফ রিপোর্টার: ফের দেশের শিক্ষা মানচিত্রে কলকাতার (Kolkata) উজ্জ্বল চিত্র। দেশের সেরা স্কুলের তালিকায় জায়গা করে নিল শহরের একাধিক স্কুল। বুধবার প্রকাশিত হয়েছে বার্ষিক এডুকেশন ওয়ার্ল্ড ইন্ডিয়া স্কুল র্যাঙ্কিং (Ranking) ২০২৩-২৪। তারই বিভিন্ন বিভাগের সেরা দশের তালিকায় রয়েছে কলকাতার বহু স্কুলের নাম। অধিকাংশই নামী বেসরকারি স্কুল হলেও, দেশের সেরা রাজ্য স্কুলগুলির মধ্যে শীর্ষে সরকারি সাহায্যপ্রাপ্ত যাদবপুর বিদ্যাপীঠ স্কুল (Jadavpur Vidyapith School)। দেশের মধ্যে অষ্টম স্থানে রয়েছে যাদবপুরের এই স্কুলটি।
পাশাপাশি, বয়েজ ডে স্কুলের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে বিড়লা হাই স্কুল। ষষ্ঠ স্থানে ডন বসকো স্কুল, পার্কসার্কাস (Don Bosco, Park Circus)। হাওড়ার এম সি কেজরিওয়াল বিদ্যাপীঠের স্থান সপ্তম। গার্লস ডে স্কুলগুলির তালিকাতেও তৃতীয় স্থানাধিকারী কলকাতারই (Kolkata)একটি স্কুল। মডার্ন হাই স্কুল ফর গার্লস। সুশীলা বিড়লা গার্লস স্কুল রয়েছে এই তালিকার দশম স্থানে।
আবার ভিন্টেজ বয়েজ ডে স্কুলের সেরা দশের তালিকায় রয়েছে তিনটি স্কুল। তৃতীয় সেন্ট জেভিয়ার্স কলেজিয়েট স্কুল, চতুর্থ লা মার্টিনিয়ার ফর বয়েজ ও দশম সেন্ট লরেন্স হাই স্কুল। দেশের ভিন্টেজ গার্লস ডে স্কুলগুলির মধ্যে তৃতীয় লা মার্টিনিয়ার ফর গার্লস, চতুর্থ লরেটো হাউজ মিডলটন। ফিলানথ্রপিক স্কুলগুলির মধ্যে অষ্টম স্থানে রয়েছে ফিউচার হোপ স্কুল। কো-এড ডে স্কুলের সেরা দশে না কলকাতার কোনও স্কুলের নাম না থাকলেও, সেরা একশোর তালিকায় ঠাঁই পেয়েছে ১৪টি স্কুল। একইভাবে কো-এড ডে কাম বোর্ডিং স্কুলের সেরা একশোর তালিকায় শহরের দু’টি স্কুলের নাম রয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.