Advertisement
Advertisement

আত্মসমর্পণ করলেন মাও শীর্ষনেতা রঞ্জিত পাল ওরফে তড়িৎ

কীসের তাগিদে সমাজের মূলস্রোতে ফিরে এলেন দুর্ধর্ষ মাও নেতা?

Top Mao Commander Ranjit Pal Surrenders before Kolkata Police  
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 25, 2017 12:16 pm
  • Updated:January 25, 2017 12:16 pm  

স্টাফ রিপোর্টার, পুরুলিয়া ও কলকাতা: পুলিশের কাছে আত্মসমর্পণ করলেন মাওবাদী শীর্ষনেতা রঞ্জিত পাল ও তাঁর স্ত্রী ঝর্না গিরি ওরফে অনিতা৷ বুধবার রাজ্য পুলিশের ডিজি সুরজিৎ কর পুরকায়স্থ এবং পুলিশ কমিশনার রাজীব কুমারের উপস্থিতিতে কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্সের কাছে আত্মসমর্পন করেন দুই মাও নেতা৷ রাজ্য সরকারের উন্নয়নের গতিই সমাজের মূলস্রোতে তাঁদের ফিরিয়ে আনতে অনুপ্রাণিত করেছে, জানিয়েছেন মাও নেতা রঞ্জিত৷

পর্নস্টারের সঙ্গে রবীন্দ্রনাথকে জড়িয়ে বিশ্রী রসিকতা নেটদুনিয়ায়

Advertisement

16326222_1333760580032233_280648623_oমাওবাদী রাজ্য কমিটির সদস্য রঞ্জিতের বাড়ি ছিল বাঁকুড়ার বারিকুলে৷ অনিতার বাড়ি পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে৷ বহু ছদ্মনাম ব্যবহার করতেন রঞ্জিত৷ সিরাজ, প্রভাতজি, তড়িৎ, রাহুল, সঞ্জয়, নীতিন, রাজা, পনরু ও পশুপতি প্রভৃতি নামেও পরিচিত ছিলেন৷ এর আগে দলমা-অযোধ্যায় সংগঠনের দায়িত্বে ছিলেন৷ ঝালদা গণহত্যার মতো একাধিক হামলায় জড়িত থাকার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে৷ ২০১০-এর পরে ঝাড়খণ্ডে পালিয়ে যান রঞ্জিত৷ আত্মসমর্পনের আগে পর্যন্ত ঝাড়খণ্ডের দলমা স্কোয়াডের দায়িত্বে ছিলেন৷

ভাঙড়কে শান্ত করতে ঢুকল ব়্যাফ, কমব্যাট ফোর্স

এদিন আত্মসমর্পন করতে গিয়ে রঞ্জিত জানান, “মাওবাদী হিসেবে আমার ১৭ বছরের কেরিয়ারে যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁদের কাছে ক্ষমা চাইছি৷ আমি বুঝেছি যে স্ত্রী, সন্তান, বৃদ্ধ মা-বাবার দায়িত্ব নিয়ে আর বিদ্রোহ করা সম্ভব নয়৷ আর যে সমস্যাগুলির জন্য আমি হাতে অস্ত্র তুলে নিয়েছিলাম, বর্তমান পশ্চিমবঙ্গ সরকার তা সমাধান করে ফেলেছে৷ যে সমস্ত যুবক মাওবাদের এই সশস্ত্র পথ অনুসরণ করেছেন আমি তাঁদের মূলস্রোতে ফিরে আসার আবেদন করছি৷” প্রসঙ্গত, গত দু’ববছরে ২১৩ জন মাওবাদীকে গ্রেপ্তার করেছে পুলিশ, আত্মসমর্পণ করেছে ২১৯ জন৷

শহরের জনবহুল এলাকায় কাপড়ের গুদামে ভয়াবহ আগুন

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement