সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শহরের অভিজাত আবাসনে মৃত্যু অভিনেত্রীর৷ মঙ্গলবার রাতে ওই আবাসনের ভিতর থেকে উদ্ধার করা হয় তাঁর ঝুলন্ত দেহ৷ ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে টলিপাড়ায়৷
জানা যাচ্ছে, বিতস্তা সাহা নামে ওই অভিনেত্রী একাই থাকতেন ফ্ল্যাটে৷ বেসরকারি সংস্থায় কাজ করতেন তিনি৷ পাশাপাশি ঝোঁক ছিল অভিনয় ও মডেলিংয়েও৷ সম্প্রতি বেশ কয়েকটি ছবিতে কাজ করেছিলেন তিনি৷ কয়েকদিন তাঁর মোবাইল বন্ধ ছিল৷ বন্ধুরা কেউই তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারেননি৷ সন্দেহ হওয়ায় অভিনেত্রীর এক বন্ধু তাঁর ফ্ল্যাটে যান৷ দরজা ভিতর থেকে বন্ধ ছিল৷ বাড়ির সামনে কয়েকদিনের কাগজপত্রও পড়ে ছিল৷ এরপরই ফ্ল্যাটের দরজা ভেঙে অভিনেত্রীর ঝুলন্ত দেহ আবিষ্কৃত হয়৷
প্রাথমিকভাবে পুলিশের অনুমান, মানসিক অবসাদের জেরেই আত্মঘাতী হয়েছেন অভিনেত্রী৷ সোশ্যাল মিডিয়ায় তাঁর দেওয়া স্টেটাস থেকে তিনি যে হতাশাগ্রস্ত ছিলেন, তা অনেকটাই আন্দাজ করা যায়৷ গানের লাইন কোট করে মৃত্যুর ইচ্ছাও প্রকাশ করেছিলেন অভিনেত্রী৷ তবে এই মৃত্যু স্বাভাবিক কিনা তা নিয়েও প্রশ্ন উঠছে৷ কেননা অভিনেত্রীর হাতের শিরাও কাটা অবস্থায় পাওয়া গিয়েছে৷ আর এ নিয়েই নানা প্রশ্ন৷ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলে হাতের শিরা কেন কাটা, তা নিয়ে ধন্দ জেগেছে৷ পুলিশের কাছে খবর, কোনও প্রেমের সম্পর্ক নিয়ে হতাশায় ভুগছিলেন অভিনেত্রী৷ সম্পর্কের টানাপোড়েনের জেরেই এই আত্মহত্যা বলে সন্দেহ পুলিশ আধিকারিকদের৷ তবে এই মৃত্যু স্বাভাবিক কিনা তা নিয়েও প্রশ্ন আছে৷
এর আগে টলিপাড়ায় অভিনেত্রী দিশা গঙ্গোপাধ্যায়ের মৃত্যু নিয়ে রহস্য ঘনিয়েছিল৷ একই রহস্য ছড়িয়েছে বিতস্তার মৃত্যুকে কেন্দ্র করেও৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.