সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেন্দ্রের বিরুদ্ধে যুদ্ধ আগেই ঘোষণা করেছিলেন৷ এবার শুরু যুদ্ধে নামার প্রস্তুতি৷ ২০১৯-র নির্বাচনের আগে রণক্ষেত্র মজবুত করতে আজ ফের মুখোমুখি বসছেন দুই রাজ্যের মুখ্যমন্ত্রী৷ একজনের কাঁধে রয়েছে গোটা পূর্ব ভারত জয়ের হাতছানি, অন্যজনের হাতে রয়েছে দক্ষিণের রাজনীতি৷ আজ, সোমবার নবান্নে মিশতে চলছে দক্ষিণ ও পূর্বের দুই শক্তি৷ নির্বাচনকে পাখির চোখ করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নবান্নে গুরুত্বপূর্ণ বৈঠক করতে চলেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু৷
দেশজুড়ে চলতে থাকা বিভাজন ও ধর্মের নামে রাজনীতি রুখতে জোট চান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আর সেই জোটের লক্ষ্যেই নবান্নে তেলুগু দেশম পার্টির সভাপতি চন্দ্রবাবু নায়ডুর সঙ্গে বৈঠকে বসছেন তিনি৷ ২০১৯-এর জোটের রণকৌশল নির্ধারণে এদিনের এই বৈঠকের দিকেই তাকিয়ে গোটা দেশ৷
চলছে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন প্রক্রিয়া৷ লোকসভার ভোটের আগে অ্যাসিড পরীক্ষার মুখোমুখি বিজেপি৷ বিরোধী শিবিরের প্রস্তুতি ঝালিয়ে নেওয়ার সুযোগ রয়েছে৷ আর সেই সুযোগকে কাজে লাগিয়ে আগামী লোকসভা নির্বাচনে সর্বভারতীয় স্তরে বিরোধী জোট গঠনে মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই অ-বিজেপি দলগুলিকে একমঞ্চে হাজির করতে ১৯ জানুয়ারি ব্রিগেডে সমাবেশের ডাক দিয়েছেন৷ মনে করা হচ্ছে, তৃণমূলের ডাকা ব্রিগেড সমাবেশে অ-বিজেপি শক্তিগুলিকে এক ছাতার নিচে এনে বড় চমক দিতে পারেন মমতা৷ এদিনের এই বৈঠক তারই ইঙ্গিত৷ মূলত, জোটগঠন, ব্রিগেড প্রস্তুতি ও লোকসভা নির্বাচনের রণকৌশল নিয়ে একগুচ্ছ সিদ্ধান্ত নিতে পারেন দুই মুখ্যমন্ত্রী৷ পর্যবেক্ষক মহলের ধারণা, বিজেপির বিরুদ্ধে যথাসম্ভব অভিন্ন প্রার্থী দেওয়ার ফর্মুলা কার্যকর করতে মমতার দ্বারস্থ হতে আজ নবান্নে আসছেন নায়ডু। তাই বিজেপি বিরোধী জোট সম্প্রসারণের আবহে দুই মুখ্যমন্ত্রীর বৈঠক জাতীয় রাজনীতির ক্ষেত্রেও যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে৷
[‘আমাকে, ছেলেকে পিটিয়েছে বউমা’, পুলিশে অভিযোগ বৃদ্ধার]
লোকসভা নির্বাচনের আগে নবান্নে দুই মুখ্যমন্ত্রীর বৈঠক ঘিরে তোলপাড় জাতীয় রাজনীতি৷ কেননা, বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে কেন্দ্রের বিরুদ্ধে অনাস্থা এনে চমকে দিয়েছিলেন নায়ডু৷ নোটবন্দি, জিএসটি ও এনআরসি নিয়ে সরব হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ও প্রমাণ করে দিয়েছিলেন, এই মুহূর্তে গোটা পূর্বভারতের চালিকাশক্তি তাঁর হাতেই৷ ফলে, লোকসভা নির্বাচনের আগে, পূর্বে মমতা ও দক্ষিণে নায়ডুর বৈঠক ঘিরে চিন্তায় ঘুম উড়ছে গেরুয়া শিবিরের৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.