সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এখনও যথাযথ শাস্তি পায়নি দোষীরা৷ বুক চিতিয়ে ঘুরে বেড়াচ্ছে তারা৷ এমন একগুচ্ছ অভিযোগে ফের প্রতিবাদে নামতে চলেছেন রাজ্যের সরকারি মেডিক্যাল কলেজগুলির জুনিয়র ডাক্তাররা৷ সূত্রের খবর, এই অভিযোগে আগামী মঙ্গলবার লালবাজারে অভিযান করতে চলেছেন তাঁরা৷ শহরের সমস্ত মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তাররা ছাড়াও তাতে যোগদানের জন্য আহ্বান করা হয়েছে রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তারদের৷ বিক্ষোভে যুক্ত
হতে অনুরোধ করা হয়েছে সিনিয়র ডাক্তারদেরও৷
[ আরও পড়ুন: তিলোত্তমায় শ্লীলতাহানি, ১০০ ডায়াল করে যুবককে পুলিশের হাতে তুলে দিলেন তরুণী ]
জুনিয়র ডাক্তারদের অভিযোগ, গত ১০ জুন রাতে এনআরএস হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিবহ মুখোপাধ্যায়কে মারধরের ঘটনায় যারা অভিযুক্ত, তারা এখন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। জামিনে মুক্ত রয়েছে তারা৷ অভিযোগকারীদের প্রশ্ন, ‘‘কেন এখনও অভিযুক্তদের গ্রেপ্তার করতে পারছে না পুলিশ?’’ জানা গিয়েছে, এই বিষয়ে অভিযোগ জানাতে এবং তদন্তের গতিপ্রকৃতি জানতে শনিবারই রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা দেবাশিস ভট্টাচার্য, পুলিশের উচ্চপদস্থ আধিকারিক ও ডিজিপি-র সঙ্গে বৈঠক করেন জুনিয়র ডাক্তাররা৷ সূত্রের খবর, বৈঠকে তাঁদের বলা হয় ‘আইনগত বিষয় মেটাতে সময় লাগবে’৷ জুনিয়র ডাক্তাররা জানিয়েছে, এই বৈঠক
থেকে কোনও আশানুরূপ ফল না পেয়ে, ফের আন্দোলনে নামার মনস্থির করেন তাঁরা। সেমতোই মঙ্গলবার লালবাজার অভিযান করতে চলেছেন তাঁরা৷
[ আরও পড়ুন: সচেতনতা সত্ত্বেও বাড়ছে দুর্ঘটনা, অভিযুক্তদের সিসিটিভি ফুটেজ দেখালেন ডিসি ট্রাফিক ]
প্রসঙ্গত, গত ১০ জুন এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে এনআরএস হাসপাতাল। আক্রান্ত হন পরিবহ-সহ একাধিক জুনিয়র ডাক্তার। তারই জেরে শুরু হয় কর্মবিরতি। রাজ্যজুড়ে ডাক্তাররা কাজ বন্ধ করে দেওয়ার জেরে একেবারে থমকে গিয়েছিল স্বাস্থ্য পরিষেবা৷ দীর্ঘ টানাপোড়েনের পর নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বেরিয়ে এসেছিল সমাধানসূত্র৷ চিকিৎসকদের নিরাপত্তা সংক্রান্ত সমস্ত সমস্যার কথা মেনে দ্রুত তা সমাধানের আশ্বাস দিয়েছিলেন মমতা৷ জুনিয়র ডাক্তারদের
অভিযোগ, অভিযুক্তদের কড়া শাস্তির আশ্বাসই সার৷ বাস্তবে তেমন কিছুই হল না৷ সেই কারণেই ফের আন্দোলনে নামার হুঁশিয়ারি দিলেন তাঁরা৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.