Advertisement
Advertisement

Breaking News

Abhishek Banerjee

‘পছন্দের জীবনসঙ্গী বাছার অধিকার সবার আছে’, সমলিঙ্গ বিবাহের পক্ষে সওয়াল অভিষেকের

ভালবাসায় কোনও সীমা থাকা উচিত নয়, মত তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের।

TMC’s Abhishek Banerjee supports same-sex marriage | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:April 21, 2023 11:03 am
  • Updated:April 21, 2023 11:03 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সমলিঙ্গ বিয়েতে ব্যক্তিগতভাবে তাঁর আপত্তি নেই। শীর্ষ আদালতে শুনানি প্রক্রিয়া চলাকালীনই জানিয়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। অভিষেক বললেন, ভালবাসার কোনও সীমা থাকা উচিত নয়। পছন্দের জীবনসঙ্গী বাছার অধিকার সবার আছে।

গত মঙ্গলবার থেকে শীর্ষ আদালতে সমলিঙ্গ বিয়ে নিয়ে ম্যারাথন শুনানি শুরু হয়েছে। এ পর্যন্ত কেন্দ্র সরকার ‘অস্বাভাবিক’ এই বিয়েকে আইনি বৈধতা দেওয়ায় আপত্তিই জানিয়ে এসেছে। এমনকী দরকারে এ নিয়ে রাজ্য সরকারগুলির মত নেওয়ার দাবিও জানিয়েছে কেন্দ্র। এরই মধ্যে অভিষেক জানিয়ে দিলেন, সমলিঙ্গ বিয়েতে তাঁর কোনও আপত্তি নেই। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সবার পছন্দের জীবনসঙ্গী বাছার অধিকারের পক্ষে।

Advertisement

[আরও পড়ুন: মিলছে না পেনশন, মাইলের পর মাইল হেঁটে ব্যাংকে চক্কর রুগ্ণ বৃদ্ধার, ক্ষুব্ধ খোদ অর্থমন্ত্রী]

বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে অভিষেক বলেন, “বিষয়টি আদালতে বিচারাধীন। এ নিয়ে আমি বেশি কিছু বলতে চাই না। ভারত গণতান্ত্রিক দেশ। আমার মতে, প্রত্যেকেরই নিজের জীবনসঙ্গী বেছে নেওয়ার অধিকার আছে। ভালবাসার কোনও ধর্ম হয় না, ভালবাসার কোনও সীমা থাকে না, কোনও গণ্ডি থাকে না। তাই আমি যদি নিজের মনের মতো জীবনসঙ্গী বেছে নিতে চাই, সেটার অধিকার থাকা উচিত।’

[আরও পড়ুন: সময় দিচ্ছেন না কোনও বিজেপি নেতাই, দিল্লিতে হা-পিত্যেশ করে বসে মুকুল]

বিয়ের ক্ষেত্রে লিঙ্গ কোনও বাধা হতে পারে না বলেই মত অভিষেকের। তিনি বলেন, আমি যদি পুরুষ হয়ে কোনও পুরুষের প্রতি আকৃষ্ট হই, আবার আমি যদি মহিলা হয়ে কোনও মহিলার প্রতি আকৃষ্ট হই, সেটা নিয়ে মন্তব্য করার কোনও অধিকার কারও নেই। আমি মনে করি, প্রত্যেকেরই ভালোবাসার অধিকার আছে, নিজেদের জীবনসঙ্গী বেছে নেওয়ার অধিকার আছে। আমি আশাবাদী, আমরা যে গণতান্ত্রিক কাঠামো এবং যে বৈচিত্র্যে গর্ববোধ করি, সেটার পক্ষে রায় দেবে সুপ্রিম কোর্ট (Supreme Court)।’ উল্লেখ্য, এ পর্যন্ত সুপ্রিম কোর্ট যা যা পর্যবেক্ষণ সমলিঙ্গ বিয়ে নিয়ে করেছে, বেশিরভাগই এই বিবাহের বৈধতার পক্ষেই গিয়েছে। খোদ প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় একাধিকবার সমলিঙ্গ বিবাহের সমর্থনে মন্তব্য করেছেন। এখন দেখার চূড়ান্ত রায় কী হয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement