Advertisement
Advertisement

Breaking News

Rudranil Ghosh-Rajanya Haldar

‘ঘরের দরজা ভাল করে এঁটে রাখো’, ‘বোন’ বলে পরামর্শ দেওয়া রুদ্রনীলের বিরুদ্ধে FIR রাজন্যার

'নারীদের অপমান', অভিযোগ তুলে সোনারপুর থানায় দায়ের এফআইআর।

TMCP leader Rajanya Haldar files FIR against BJP's Rudranil Ghosh for abussive language |Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:August 5, 2023 9:10 pm
  • Updated:August 5, 2023 9:10 pm  

দেবব্রত মণ্ডল, বারুইপুর: তৃণমূলের শহিদ দিবসের মঞ্চে বক্তব্য রেখে ভাইরাল (Viral) হয়েছেন তৃণমূল ছাত্র পরিষদের নেত্রী রাজন্যা হালদার (Rajanya Haldar)। আর সেই ছাত্র পরিষদের নেত্রী রাজন্যাকে নিয়েই কুরুচিপূর্ণ মন্তব্য করেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)। অভিযোগ, সংবাদমাধ্যমের কাছে বক্তব্য রাখতে গিয়ে তিনি রাজন্যাকে সতর্ক করেন এই বলে যে ঘরের দরজা ভালভাবে এঁটে রাখতে হবে। নইলে তৃণমূল নেতারা অর্পিতা মুখোপাধ্যায়ের মতো তাঁর ঘরেও টাকা ঢুকিয়ে দেবেন। এহেন মন্তব্য যথেষ্ট অশালীন বলে করেন রাজন্যা। শনিবার তিনি বিজেপি নেতার বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করলেন টিএমসিপি নেত্রী।

একটি ভিডিওতে (Video) রুদ্রনীলকে বলতে শোনা যায়, ”রাজন্যা ‘বোন’কে বলি, খুব সাবধানে থাকো। নিজের ঘরের দরজাটা ভাল করে এঁটেল বন্ধ করে রেখো। তোমার ঘর কত বড়, সেখানে ১, ২ কোটি, ৫০ কোটি ঢোকানো যাবে কি না, তা দেখে নিচ্ছে। সেসব টাকা তোমার ঘরে ঢোকানো হবে। তবেই দলে তোমার জায়গায় পাকা হবে। এই মুহূর্তে তোমার কী কী আছে আর কী কী নেই, সেসব দেখা হচ্ছে। তোমার আশেপাশে দেবাংশুকে দেখে বুঝে নাও।”

Advertisement

[আরও পড়ুন: ফের বোমার ঘায়ে জখম শৈশব! বিস্ফোরণে ঝলসে গেল সালারের কিশোর]

তাঁর এসব মন্তব্যের বিরুদ্ধেই এদিন সোনারপুর থানায় (Sonarpur PS)অভিযোগ জানালেন তৃণমূল ছাত্র পরিষদ নেত্রী রাজন্যা হালদার। শনিবার সন্ধ্যায় তিনি সোনারপুর থানায় এসে বিজেপি নেতা রুদ্রনীল ঘোষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। থানায় অভিযোগ জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজন্যা বলেন, ”নারী শক্তির উন্নয়নে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় লড়াই চালিয়ে যাচ্ছেন। তিনি এই রাজ্যের মহিলাদের উন্নয়ন করছেন। আর মণিপুরে নারীদের উপর বিজেপি পরিচালিত সরকার কিভাবে অত্যাচার করছে, তা সবাই দেখছেন। তারপরেও বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ এই রাজ্যের মহিলাদের নিয়ে কীভাবে এত কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন? তিনি টাকা দিয়ে কেনার কথা বলছেন? তাঁর এই মন্তব্য ও মনোভাবের তীব্র প্রতিবাদ জানাতেই এই অভিযোগ দায়ের।”

[আরও পড়ুন: সমনাম বিভ্রাট! বিনা দোষে ৮ মাস জেলেবন্দি যুবক, লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে সরকার]

শুধু বিজেপি নেতা রুদ্রনীল ঘোষই নন, বিজেপি দলের নেতাদের মহিলাদের নিয়ে এমন মনোভাবের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্যও এই অভিযোগ দায়ের করা হয়েছে। রাজন্যার আশা, আগামী দিনে শুধু তিনিই নন, বাংলার হাজার হাজার মহিলারা বিজেপির নেতাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় অভিযোগ জানাবেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement