Advertisement
Advertisement
Abhishek Banerjee

চলতি মাসেই ধর্মতলায় তৃণমূল ছাত্র ও যুব সংগঠনের যৌথ সম্মেলন, প্রধান বক্তা অভিষেক

শনিবার তৃণমূল ভবনে প্রস্তুতি বৈঠক।

TMCP and TMYC to conduct meeting at Dharmatala, Abhishek Banerjee will be the main speaker | Sangbad Pratidin

ফাইল ছবি।

Published by: Sucheta Sengupta
  • Posted:March 17, 2023 3:38 pm
  • Updated:March 17, 2023 3:43 pm  

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: এবারই প্রথম তৃণমূলের ছাত্র (TMCP) ও যুব সম্প্রদায়ের (TMYC) সম্মেলন হচ্ছে একত্রে। দলীয় সূত্রে খবর, আগামী ২৯ মার্চ ধর্মতলায় হবে এই সম্মেলন। যার প্রধান বক্তা যুব তৃণমূলের প্রাক্তন সভাপতি তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বৃহস্পতিবার রাতে দলের তরফে এই ঘোষণা করা হয়েছে। শনিবার এই সম্মেলনের প্রস্তুতি বৈঠক হবে তৃণমূল ভবনে। ছাত্র এবং যুব সংগঠনকে একসঙ্গে নিয়ে অভিষেকের এই সমাবেশের দিকে তাকিয়ে সকলে।

প্রতি বছর ২৮ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে ধর্মতলায় আলাদা সমাবেশ হয়ে থাকে। এছাড়া ২১ জুলাই শহিদ দিবস অনুষ্ঠানের মূল আয়োজক থাকে যুব তৃণমূল। দুই সভা আলাদাভাবেই হয় তৃণমূলের তরফে। তবে এবার দুই সংগঠন একসঙ্গে সমাবেশ করছে। আগামী ২৯ মার্চ শহিদ মিনারে (Shahid Minar) এই সভায় মূল বক্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Advertisement

[আরও পড়ুন: বাম জমানায় চিরকুটে চাকরি পেয়েছেন কারা? তালিকা তৈরির নির্দেশ ব্রাত্যর]

ওয়াকিবহাল মহলের মত, কেন্দ্রবিরোধী লড়াইয়ে মূল সংগঠনের পাশাপাশি ছাত্র-যুবদের আরও বেশি করে এগিয়ে দেওয়া লক্ষ্য শাসকদলের। সেই উদ্দেশে দুই সংগঠনকে এক ছাতার নিচে এনে সমাবেশ করার উদ্যোগ। আর তরুণ প্রজন্মের ‘আইকন’ হয়ে ওঠা অভিষেককেই প্রধান বক্তা হিসেবে চায় দুই সংগঠন। ২৯ মার্চ শহিদ মিনারের এই সম্মেলনে তিনি কীভাবে দলের ছাত্র, যুবদের অক্সিজেন জোগান, সেটাই দেখার।

[আরও পড়ুন: থানা নয়, এবার মিটিং-মিছিলের আবেদন জানাতে হবে জেলা পুলিশের দপ্তরে, নির্দেশ হাই কোর্টের]

সামনে পঞ্চায়েত ভোট (Panchayet Election)। তার আগে সংগঠন নিয়ে চূড়ান্ত ব্যস্ততা রয়েছে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তার আগে ছাত্র-যুবদের সমাবেশে থাকবেন তিনি। মার্চের শেষে এই কর্মসূচির পর আবার এপ্রিলের শুরুতেই জেলা সফরে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ৮ এপ্রিল আলিপুরদুয়ার (Alipurduar) এবং ১২ এপ্রিল বাঁকুড়ায় (Bankura) সভা তাঁর।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement