ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: সোমবার তৃতীয় তৃণমূল (TMC) সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি। তার আগেই ফেসবুক (Facebook) পোস্টে ফের বিতর্ক উসকে দিলেন দলের জনপ্রিয় যুবনেতা দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya)। রবিবার দুপুরে দেবাংশুর পোস্টের মূল বক্তব্য, গত এক বছরে দলে বেনোজল ঢুকেছে। গঙ্গাজল, ড্রেনের জল সব মিলেমিশে একাকার। তবু দলে একটা স্ট্রং ফিল্টার আছে। অর্থাৎ বর্ষপূর্তির আগে দেবাংশু ফের সতর্ক করে দিলেন। প্রসঙ্গত, অন্যান্য দল থেকে তৃণমূলে নেতা, কর্মীদের যোগদান পর্বকে দেবাংশু কোনওদিনই ভাল চোখে দেখেননি। বারবার সোশ্যাল মিডিয়ায় এ বিষয়ে সরব হয়েছেন যুবনেতা। রবিবারের পোস্ট তারই একটি সংযোজন। তবে এই পোস্টটি নিয়ে সমালোচনা শুরু হতেই তা মুছে ফেলেন দেবাংশু। পরে অবশ্য তারও ব্যাখ্যা দিয়েছেন।
রবিবার ফেসবুক পোস্টে ঠিক কী লিখেছেন দেবাংশু ভট্টাচার্য? তিন পংক্তিতে তিন লাইন করে লেখা সংক্ষিপ্ত বক্তব্য। কিন্তু তার মাঝেই লুকিয়ে বার্তা। দেবাংশু লিখেছেন, ”গত বছর আজকের দিন পর্যন্ত রাজ্যে যে তৃণমূলটা ছিল, সেটাই নিষ্কলুষ, ধান্দাবাজহীন, অকৃত্রিম, প্রকৃত তৃণমূল। আপনারাই দলের সম্পদ। তারপর তো বন্যা এল! গঙ্গাজল, ড্রেনের জল সব মিলেমিশে একাকার! একটা দল বিপুলভাবে ফিরে এলে কিছু জায়গায় এটা হওয়া স্বাভাবিক। তবুও দলে একটা স্ট্রং ফিল্টার আছে বলেই বিশ্বাস।”
এই পোস্ট নিয়ে হইহই শুরু হতেই দেবাংশু পোস্টটি মুছে ফেলেন। তার ব্যাখ্যা দিয়ে ফের জানান, ”শেষ পোস্টের অর্থ হয়ত ঠিকমতো বোঝাতে পারিনি। অকারণ বিতর্ক হচ্ছে। তাই পোস্ট ডিলিট করলাম।” এরপর দেবাংশু আরও লেখেন, ”কর্মীরাই দলের সম্পদ। সবাইকে নিয়ে চলতে হবে। তৃণমূল কংগ্রেস শৃঙ্খলাবদ্ধ দল। দলের সিদ্ধান্তের উপর ভরসা রাখতে হবে।” দুটি পোস্টেই তিনি বারবার মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নাম উল্লেখ করেছেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.