Advertisement
Advertisement

Breaking News

KMC Election result

KMC Election 2021: পুরভোটের ফলাফলের আগেই সবুজ আবির খেললেন তৃণমূল কর্মীরা

দেওয়া হয় 'জয় বাংলা' স্লোগান।

TMC workers celebrates before KMC Election result | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:December 20, 2021 9:13 pm
  • Updated:December 20, 2021 9:13 pm  

অভিরূপ দাস: পুরভোটের (​Kolkata Civic Polls) রেজাল্টের আগেই আবির খেলল ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল (TMC) সমর্থকরা। সোমবার সকাল থেকেই ‘জয় বাংলা’ স্লোগান। তৃণমূল পতাকা নিয়ে হুল্লোড়। জমায়েত হতে থাকে শ্যামবাজার স্ট্রিট, ভুপেন্দ্রবোস অ্যাভিনিউয়ে। বাসিন্দারা অবাক হয়ে যান। “রেজাল্ট বেরিয়ে গেল নাকি?” প্রশ্ন ওঠে।  অল্প সময়েই উত্তর পাওয়া যায়। জানা যায়, মঙ্গলবারের মূল উল্লাসের আগে এটা স্রেফ মহড়া। এলাকার তৃণমূল সমর্থকরা বলছেন, বিজয় উল্লাসের রিহার্সাল দিয়ে নিলাম।

৭৭ সাল থেকে উত্তর কলকাতার (North Kolkata) এই ওয়ার্ড সিপিএমের (CPIM) দখলে। এলাকার তৃণমূল কর্মী তপন ঘোষাল বলেন, “গত ৪৪ বছর ধরে ওয়ার্ডে সিপিএমের কাউন্সিলর। কিন্তু এবার আমাদের স্থির বিশ্বাস, চাকা ঘুরবে।” স্বাভাবিকভাবেই এ ওয়ার্ডে সমর্থকদের উচ্ছ্বাস খানিকটা বেশি। সকালে তাই ওয়ার্ডে অকাল আবির খেলার আয়োজন করেন শুভাশিস চক্রবর্তী, শোভনগোপাল দত্ত, সুকুমার হাজরারা।

Advertisement

[আরও পড়ুন: ব্রাইডাল ফটোশুটের নামে স্বল্পবসনা ছবি তুলে ব্ল্যাকমেল! গয়না হাতানোর অভিযোগ, গ্রেপ্তার যুবক]

এলাকার বিদায়ী কাউন্সিলর সিপিআইয়ের করুণা সেনগুপ্ত। ওয়ার্ড সভাপতি শোভনগোপাল দত্ত বলেন, “করুণাদি অমায়িক মানুষ। কিন্তু কাজের নন। এবারের তৃণমূল প্রার্থী সুব্রত বন্দ্যোপাধ্যায়কে এলাকার মানুষরা পছন্দ করেছেন। প্রচারে উনি যেখানেই গিয়েছেন, ওয়ার্ডের মানুষ বলেছেন, এবার পরিবর্তন হবে। জেতা নিশ্চিত জেনে আগেভাগে আবির খেলে নিলাম।” 

১৯ ডিসেম্বর রাজ্যে পুরভোট (Kolkata Municipal Election) হয়। ১৪৪টি ওয়ার্ডে ভোটগ্রহণ পর্ব নির্বিঘ্নেই হয়। মোটের উপর শান্তিপূর্ণ কলকাতা পুরভোট (Kolkata Municipal Election 2021)। তাই পুনর্নির্বাচনের কোনও প্রয়োজনীয়তা নেই। বিরোধীদের দাবি খারিজ করে এমনটা জানিয়ে দেয়  রাজ্য নির্বাচন কমিশনও (EC)। মঙ্গলবার ভোটের ফলাফল। সকাল থেকেই শুরু হয়ে যাবে গণনা। একুশের বিধানসভা (WB Assembly Elections 2021) ভোটের মতো এদিনও সবুজ ঝড়ে ঈঙ্গিতই রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 

[আরও পড়ুন: ধোপে টিকল না বিরোধীদের আপত্তি, লোকসভায় পাশ ভোটার-আধার সংযুক্তির বিল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement